ETV Bharat / bharat

'আমি NCP-তেই আছি', টুইট অজিত পাওয়ারের

অজিত পাওয়ার টুইট করেছেন, "(শরদ) পাওয়ার সাহেব আমাদের নেতা ৷ আমি সবসময় NCP-তেই আছি ৷ আমাদের BJP-NCP জোট আগামী 5 বছর স্থায়ীভাবে মহারাষ্ট্রের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ৷"

অজিত পাওয়ার
author img

By

Published : Nov 24, 2019, 8:10 PM IST

Updated : Nov 24, 2019, 10:45 PM IST

মুম্বই, 24 নভেম্বর : মহারাষ্ট্রের উন্নয়নের জন্য BJP-NCP জোট হাতে হাত মিলিয়ে কাজ করবে ৷ নতুন জোট সরকারকে সমর্থন করার জন্য মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানিয়ে এমনই টুইট করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ৷ টুইটে রাজ্যবাসীকে আশ্বস্তও করেন তিনি ৷ সাধারণ মানুষ যাতে উদ্বিগ্ন না হন তাঁর জন্যও আবেদন জানান তিনি ৷ একইসঙ্গে রাজ্যবাসীকে ধৈর্য ধরার আবেদন করেন ৷

টুইটে অজিত লেখেন, "(শরদ) পাওয়ার সাহেব আমাদের নেতা ৷ আমি সবসময় NCP-তেই আছি ৷ আমাদের BJP-NCP জোট আগামী 5 বছর স্থায়ীভাবে মহারাষ্ট্রের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ৷"

'চাণক্য' অমিত শাহের শেষ মুহূতের মাষ্টার স্ট্রোকের সাক্ষী থেকেছিল গোটা দেশের রাজনৈতিক মহল ৷ শুক্রবার রাত পর্যন্ত ঠিক ছিল মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে NCP-শিব সেনা জোট । কিন্তু রাত পোহানোর আগেই আমূল বদলে গেল সেই ছবিটা । BJP-NCP সরকার গঠন করল ।শনিবার ভোর রাতে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন BJP-র দেবেন্দ্র ফড়নবিস ৷ উপ মুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার ৷ কিন্তু তারপরেও অনিশ্চয়তার মেঘ পিছু ছাড়ছে না মহারাষ্ট্রের ৷ নতুন করে জলঘোলা হতে শুরু করেছে NCP প্রধান শরদ পাওয়ারের ঘোষণা নিয়ে ৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, NCP-BJP জোট তাঁদের পার্টি লাইনের বিরোধী ৷ NCP নেতৃত্ব অজিত পাওয়ারকে পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছে ৷ নেতৃত্ব আরও জানিয়েছে, দলের যে বিধায়করা অজিত পাওয়ারের পাশে থাকবেন, তাঁদের বিরূদ্ধে 'অ্যান্টি ডিফেকশন আইন' অনুযায়ী মামলা করা হবে ৷

  • I am in the NCP and shall always be in the NCP and @PawarSpeaks Saheb is our leader.

    Our BJP-NCP alliance shall provide a stable Government in Maharashtra for the next five years which will work sincerely for the welfare of the State and its people.

    — Ajit Pawar (@AjitPawarSpeaks) November 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, অজিত পাওয়ারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NCP বিধায়ক দিলীপ বাঙ্কার ৷ তাঁকে আজ এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁর সমর্থন NCP-র প্রতিই আছে ৷ BJP-র সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই ৷

আরও পড়ুন : অজিতের ভোল বদলে কালো ছায়া পাওয়ার পরিবারে

আরও পড়ুন : কাল ফের শুনানি , 2টি চিঠি পেশের নির্দেশ শীর্ষ আদালতের

এদিকে আজ সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের নতুন সরকারকে ৷ আগামীকাল সকাল 10 টার মধ্যে বিধায়কদের সমর্থন সম্পর্কিত যাবতীয় তথ্য শীর্ষ আদালতে পেশ করতে বলা হয়েছে সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীকে ৷ ফলে ফের একবার মহারাষ্ট্রের ক্ষমতা দখলের সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷

মুম্বই, 24 নভেম্বর : মহারাষ্ট্রের উন্নয়নের জন্য BJP-NCP জোট হাতে হাত মিলিয়ে কাজ করবে ৷ নতুন জোট সরকারকে সমর্থন করার জন্য মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানিয়ে এমনই টুইট করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ৷ টুইটে রাজ্যবাসীকে আশ্বস্তও করেন তিনি ৷ সাধারণ মানুষ যাতে উদ্বিগ্ন না হন তাঁর জন্যও আবেদন জানান তিনি ৷ একইসঙ্গে রাজ্যবাসীকে ধৈর্য ধরার আবেদন করেন ৷

টুইটে অজিত লেখেন, "(শরদ) পাওয়ার সাহেব আমাদের নেতা ৷ আমি সবসময় NCP-তেই আছি ৷ আমাদের BJP-NCP জোট আগামী 5 বছর স্থায়ীভাবে মহারাষ্ট্রের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ৷"

'চাণক্য' অমিত শাহের শেষ মুহূতের মাষ্টার স্ট্রোকের সাক্ষী থেকেছিল গোটা দেশের রাজনৈতিক মহল ৷ শুক্রবার রাত পর্যন্ত ঠিক ছিল মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে NCP-শিব সেনা জোট । কিন্তু রাত পোহানোর আগেই আমূল বদলে গেল সেই ছবিটা । BJP-NCP সরকার গঠন করল ।শনিবার ভোর রাতে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন BJP-র দেবেন্দ্র ফড়নবিস ৷ উপ মুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার ৷ কিন্তু তারপরেও অনিশ্চয়তার মেঘ পিছু ছাড়ছে না মহারাষ্ট্রের ৷ নতুন করে জলঘোলা হতে শুরু করেছে NCP প্রধান শরদ পাওয়ারের ঘোষণা নিয়ে ৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, NCP-BJP জোট তাঁদের পার্টি লাইনের বিরোধী ৷ NCP নেতৃত্ব অজিত পাওয়ারকে পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছে ৷ নেতৃত্ব আরও জানিয়েছে, দলের যে বিধায়করা অজিত পাওয়ারের পাশে থাকবেন, তাঁদের বিরূদ্ধে 'অ্যান্টি ডিফেকশন আইন' অনুযায়ী মামলা করা হবে ৷

  • I am in the NCP and shall always be in the NCP and @PawarSpeaks Saheb is our leader.

    Our BJP-NCP alliance shall provide a stable Government in Maharashtra for the next five years which will work sincerely for the welfare of the State and its people.

    — Ajit Pawar (@AjitPawarSpeaks) November 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, অজিত পাওয়ারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NCP বিধায়ক দিলীপ বাঙ্কার ৷ তাঁকে আজ এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁর সমর্থন NCP-র প্রতিই আছে ৷ BJP-র সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই ৷

আরও পড়ুন : অজিতের ভোল বদলে কালো ছায়া পাওয়ার পরিবারে

আরও পড়ুন : কাল ফের শুনানি , 2টি চিঠি পেশের নির্দেশ শীর্ষ আদালতের

এদিকে আজ সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের নতুন সরকারকে ৷ আগামীকাল সকাল 10 টার মধ্যে বিধায়কদের সমর্থন সম্পর্কিত যাবতীয় তথ্য শীর্ষ আদালতে পেশ করতে বলা হয়েছে সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীকে ৷ ফলে ফের একবার মহারাষ্ট্রের ক্ষমতা দখলের সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷

New Delhi, Nov 24 (ANI): Prime Minister Narendra Modi addressed the nation through his radio program Mann Ki Baat. He shared his experience as an NCC cadet. He also extended his greeting to all NCC cadets on the occasion of NCC day. "NCC is the largest uniformed youth organisations of the world. More so, since I too have been a cadet once, I consider myself to be one of the cadets even today," said PM Modi.

Last Updated : Nov 24, 2019, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.