ETV Bharat / bharat

সংক্রমণ বাড়ছে আহমেদাবাদে, কতটা সুরক্ষিত সেখানকার পুলিশ ?

সর্বত্র যাতে লকডাউন ও কারফিউ মানা হয় তা নিশ্চিত করতে টহল দিচ্ছে পুলিশ । কিন্তু এই পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত এই পুলিশের জীবন কতটা সুরক্ষিত ? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে ETV ভারত ।

Ahmedabad Police
আমেদাবাদ পুলিশ
author img

By

Published : Apr 21, 2020, 1:27 PM IST

আহমেদাবাদ, 21 এপ্রিল : কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে । তাই ইতিমধ্যেই আহমেদাবাদে জারি করা হয়েছে কারফিউ । পুলিশের ডিরেক্টর জেনেরাল শিবানন্দ ঝা-ও পুলিশকর্মীদের কারফিউ সফল করতে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন । এমনকী, কারফিউ অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করতেও বলেছেন ডিরেক্টর জেনেরাল । তাই সর্বত্র যাতে লকডাউন ও কারফিউ মানা হয় তা নিশ্চিত করতে টহল দিচ্ছে পুলিশ । কিন্তু এই পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত এই পুলিশদের জীবন কতটা সুরক্ষিত ? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে ETV ভারত ।

ETV ভারত উত্তর খুঁজতে গিয়ে কালুপুর, দরিয়াপুর, করঞ্জ ও শাহপুর থানার কয়েকজন পুলিশকর্মীকেই মাস্ক ও গ্লাভস পরে থাকতে দেখে । জানা যায়, মাত্র কয়েকজন পুলিশকর্মীর জন্যই প্রশাসনের তরফে মাস্ক ও গ্লাভসের ব্যবস্থা করা হয়েছে । ফলে পুলিশের মধ্যে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে । বিশেষ করে কোনও লকডাউন অমান্যকারীকে গ্রেপ্তার করার সময় এই আশঙ্কা থাকছে । কারণ ওই লকডাউন অমান্যকারীর শারীরিক অবস্থা সম্পর্কে অবগত থাকছেন না সংশ্লিষ্ট পুলিশকর্মী ।

কিছুদিন আগে শাহপুর থানা চত্বরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । পরে তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া যায় । যার ফলে পুলিশকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়ায় । এই কঠিন পরিস্থিতিতে সর্বক্ষণ নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে পুলিশ । তারপরও তাদের একটাই দাবি, প্রাথমিক সুরক্ষাটুকু যেন নিশ্চিত করা হয় ।

আহমেদাবাদ, 21 এপ্রিল : কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে । তাই ইতিমধ্যেই আহমেদাবাদে জারি করা হয়েছে কারফিউ । পুলিশের ডিরেক্টর জেনেরাল শিবানন্দ ঝা-ও পুলিশকর্মীদের কারফিউ সফল করতে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন । এমনকী, কারফিউ অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করতেও বলেছেন ডিরেক্টর জেনেরাল । তাই সর্বত্র যাতে লকডাউন ও কারফিউ মানা হয় তা নিশ্চিত করতে টহল দিচ্ছে পুলিশ । কিন্তু এই পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত এই পুলিশদের জীবন কতটা সুরক্ষিত ? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে ETV ভারত ।

ETV ভারত উত্তর খুঁজতে গিয়ে কালুপুর, দরিয়াপুর, করঞ্জ ও শাহপুর থানার কয়েকজন পুলিশকর্মীকেই মাস্ক ও গ্লাভস পরে থাকতে দেখে । জানা যায়, মাত্র কয়েকজন পুলিশকর্মীর জন্যই প্রশাসনের তরফে মাস্ক ও গ্লাভসের ব্যবস্থা করা হয়েছে । ফলে পুলিশের মধ্যে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে । বিশেষ করে কোনও লকডাউন অমান্যকারীকে গ্রেপ্তার করার সময় এই আশঙ্কা থাকছে । কারণ ওই লকডাউন অমান্যকারীর শারীরিক অবস্থা সম্পর্কে অবগত থাকছেন না সংশ্লিষ্ট পুলিশকর্মী ।

কিছুদিন আগে শাহপুর থানা চত্বরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । পরে তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া যায় । যার ফলে পুলিশকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়ায় । এই কঠিন পরিস্থিতিতে সর্বক্ষণ নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে পুলিশ । তারপরও তাদের একটাই দাবি, প্রাথমিক সুরক্ষাটুকু যেন নিশ্চিত করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.