দিল্লি, 16 এপ্রিল : ভিডিয়ো কল বা কনফারেন্সের জন্য সুরক্ষিত নয় জ়ুম অ্যাপ ৷ নির্দেশিকা জারি করে জানাল কেন্দ্র ৷
লকডাউনের সময় বাড়িতে বসে একঘেয়েমি কাটাতে একাধিক উপায় বেছে নিচ্ছেন মানুষজন ৷ কেউ নানারকম রান্না করছেন, তো কেউ ঘর পরিষ্কার করছেন ৷ কেউ আবার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ৷ যাঁরা পরিবারের থেকে আলাদা রয়েছেন, তাঁদের ভিডিয়ো কল ছাড়া কোনও গতি নেই ৷ আর তার জন্য এখন জ়ুম নামের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন অনেকেই ৷ তবে এই অ্যাপ মোটেই সুরক্ষিত নয় ৷ আজ নির্দেশিকা জারি করে জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক ৷
দেশের সাইবার সুরক্ষা সংস্থা CERT IN-এর পক্ষ থেকে কয়েকদিন আগে ভিডিয়ো কনফারেন্স সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয় ৷ এরপরই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, জ়ুম অ্যাপে ইউজ়াররা যখন লগ ইন করবেন, তখন কয়েকটি সেটিংস মেনে চললেই নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন ৷ জ়ুম অ্যাপে মূলত নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত সমস্যা রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানান ৷
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে নির্দেশিকাগুলি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সেগুলি হল-
- কনফারেন্স রুমে অযথা কাউকে ঢুকতে দেওয়া যাবে না ৷
- অনুমোদন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না ৷
- পাসওয়ার্ড ও অ্যাকসেসের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে ভাইরাসের হামলা এড়িয়ে যাওয়া
- কনফারেন্স চালু হওয়ার পর অ্যাডমিনিস্ট্রেটর সেটি লক করে দিতে পারেন
- প্রতিবার ভিডিয়ো কনফারেন্সের সময় নতুন ইউজ়ার ID ও পাসওয়ার্ড তৈরি করা
- "ওয়োটিং রুম" চালু করতে হবে যাতে ইউজ়াররা আয়োজকের অনুমতিতে সেখানে অপেক্ষা করতে পারেন
- "জয়েন" অপশন বন্ধ রাখতে হবে
- একমাত্র আয়োজকই স্ক্রিন শেয়ার করতে পারবেন
- কনফারেন্স ছেড়ে বেরিয়ে যাওয়া ইউজ়ারকে পুনরায় যোগ দেওয়ার অপশন বন্ধ রাখতে হবে
- প্রয়োজন ছাড়া ফাইল ট্রান্সফার বন্ধ রাখতে হবে
- কনফারেন্স শেষে "এন্ড" করতে হবে, "লিভ" নয়