ETV Bharat / bharat

ভুয়ো কাস্ট সার্টিফিকেট, FIR প্রাক্তন হকি অলিম্পিয়ানের বিরুদ্ধে

প্রাক্তন হকি অধিনায়ক মুকেশ কুমারের বিরুদ্ধে ভুয়ো SC সার্টিফিকেট জমা দেওয়া অভিযোগ উঠেছে। মুকেশ কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৪৭১ নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

Breaking News
author img

By

Published : Feb 14, 2019, 7:36 AM IST

দিল্লি, ১৪ ফেব্রুয়ারি : ভুয়ো কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন হকি অধিনায়ক মুকেশ কুমারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ভুয়ো SC সার্টিফিকেট জমা দেওয়া অভিযোগ উঠেছে। মুকেশ কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৪৭১ নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মুকেশ কুমার ও তাঁর ভাই সুরেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্থানীয় তহশিলদার। অভিযোগ ইন্ডিয়ান এয়ারলাইনসে চাকরি পাওয়ার জন্য তাঁরা SC-A কাস্ট না হওয়া সত্ত্বেও SC-A সার্টিফিকেট জমা দিয়েছিলেন। তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করেছেন মুকেশ কুমার। বলেন, "ইন্ডিয়ান এয়ারলাইনসের চাকরি পেয়েছিলাম খেলার কোটায়।"

১৯৯২, ১৯৯৬ ও ২০০০ অলিম্পিকে ভারতীয় হকিদলের প্রতিনিধিত্ব করেছিলেন মুকেশ কুমার। আন্তর্জাতিক ম্যাচে ৮০টি গোল করার রেকর্ডও রয়েছে তাঁর।

দিল্লি, ১৪ ফেব্রুয়ারি : ভুয়ো কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন হকি অধিনায়ক মুকেশ কুমারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ভুয়ো SC সার্টিফিকেট জমা দেওয়া অভিযোগ উঠেছে। মুকেশ কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৪৭১ নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মুকেশ কুমার ও তাঁর ভাই সুরেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্থানীয় তহশিলদার। অভিযোগ ইন্ডিয়ান এয়ারলাইনসে চাকরি পাওয়ার জন্য তাঁরা SC-A কাস্ট না হওয়া সত্ত্বেও SC-A সার্টিফিকেট জমা দিয়েছিলেন। তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করেছেন মুকেশ কুমার। বলেন, "ইন্ডিয়ান এয়ারলাইনসের চাকরি পেয়েছিলাম খেলার কোটায়।"

১৯৯২, ১৯৯৬ ও ২০০০ অলিম্পিকে ভারতীয় হকিদলের প্রতিনিধিত্ব করেছিলেন মুকেশ কুমার। আন্তর্জাতিক ম্যাচে ৮০টি গোল করার রেকর্ডও রয়েছে তাঁর।

Prayagraj (Uttar Pradesh), Feb 13 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath termed Samajwadi Party founder Mulayam Singh Yadav's statement in Lok Sabha praising PM Modi as truth. "I hope Mulayam Singh's son Akhilesh Yadav follow his footsteps." Mulayam Singh Yadav in Parliament said that he wishes and hopes to see PM Modi as Prime Minister again.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.