দিল্লি, ১৪ ফেব্রুয়ারি : ভুয়ো কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন হকি অধিনায়ক মুকেশ কুমারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ভুয়ো SC সার্টিফিকেট জমা দেওয়া অভিযোগ উঠেছে। মুকেশ কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৪৭১ নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মুকেশ কুমার ও তাঁর ভাই সুরেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্থানীয় তহশিলদার। অভিযোগ ইন্ডিয়ান এয়ারলাইনসে চাকরি পাওয়ার জন্য তাঁরা SC-A কাস্ট না হওয়া সত্ত্বেও SC-A সার্টিফিকেট জমা দিয়েছিলেন। তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করেছেন মুকেশ কুমার। বলেন, "ইন্ডিয়ান এয়ারলাইনসের চাকরি পেয়েছিলাম খেলার কোটায়।"
১৯৯২, ১৯৯৬ ও ২০০০ অলিম্পিকে ভারতীয় হকিদলের প্রতিনিধিত্ব করেছিলেন মুকেশ কুমার। আন্তর্জাতিক ম্যাচে ৮০টি গোল করার রেকর্ডও রয়েছে তাঁর।