ETV Bharat / bharat

কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের অভিযানে নিহত হিজবুল কমান্ডার - security force

আজ বিকেলে কাশ্মীরের ডোডায় নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয় হিজ়বুল কমান্ডার হারুন হাফাজ় । সে হিজ়বুল মুজাহিদিনের ডিস্ট্রিক্ট কমান্ডার ছিল ৷

Hizbul
ফাইল ছবি
author img

By

Published : Jan 15, 2020, 4:59 PM IST

শ্রীনগর, 15 জানুয়ারি : নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল হিজ়বুল নেতা হারুন হাফাজ় ৷ হিজ়বুল মুজাহিদিনের ডিস্ট্রিক্ট কমান্ডার ছিল হারুন ৷ কাশ্মীরের ডোডায় আজ এনকাউন্টারে নিহত হয় এই জঙ্গি নেতা ৷ কাশ্মীরে একাধিক জঙ্গি কার্যকলাপের ঘটনায় তার নাম জড়িয়েছিল । একাধিক রাজনৈতিক নেতাকে হত্যা ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগ ছিল হারুনের বিরুদ্ধে ।

আজ বিকেলে কাশ্মীরের ডোডায় গোনদানা এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় । নিরাপত্তারক্ষীদের তরফে লেফটেনন্ট কলোনেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, গুলির লড়াইয়ে নিহত হয়েছে হারুন । দীর্ঘদিন ধরে হারুনকে খুঁজছিল সেনা ও পুলিশ । মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের A++ ক্যাটেগরিতে নাম ছিল হারুনের ৷ তার মৃত্য়ু উপত্যকায় জঙ্গি অভিযানে একটি বড় সাফল্য বলে মনে করছে সেনা ।

দেবেন্দর আনন্দ জানিয়েছেন, হারুনকে খতম করা হলেও তার বাকি সঙ্গীরা পালিয়ে গিয়েছে ৷ তাদের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে ৷ ঘটনাস্থান থেকে AK 47 রাইফেল, তিনটি ম্যাগাজ়িন, 73 রাউন্ড গুলি, চাইনিজ় গ্রেনেড ও একটি রেডিয়ো উদ্ধার হয়েছে ৷

শ্রীনগর, 15 জানুয়ারি : নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল হিজ়বুল নেতা হারুন হাফাজ় ৷ হিজ়বুল মুজাহিদিনের ডিস্ট্রিক্ট কমান্ডার ছিল হারুন ৷ কাশ্মীরের ডোডায় আজ এনকাউন্টারে নিহত হয় এই জঙ্গি নেতা ৷ কাশ্মীরে একাধিক জঙ্গি কার্যকলাপের ঘটনায় তার নাম জড়িয়েছিল । একাধিক রাজনৈতিক নেতাকে হত্যা ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগ ছিল হারুনের বিরুদ্ধে ।

আজ বিকেলে কাশ্মীরের ডোডায় গোনদানা এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় । নিরাপত্তারক্ষীদের তরফে লেফটেনন্ট কলোনেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, গুলির লড়াইয়ে নিহত হয়েছে হারুন । দীর্ঘদিন ধরে হারুনকে খুঁজছিল সেনা ও পুলিশ । মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের A++ ক্যাটেগরিতে নাম ছিল হারুনের ৷ তার মৃত্য়ু উপত্যকায় জঙ্গি অভিযানে একটি বড় সাফল্য বলে মনে করছে সেনা ।

দেবেন্দর আনন্দ জানিয়েছেন, হারুনকে খতম করা হলেও তার বাকি সঙ্গীরা পালিয়ে গিয়েছে ৷ তাদের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে ৷ ঘটনাস্থান থেকে AK 47 রাইফেল, তিনটি ম্যাগাজ়িন, 73 রাউন্ড গুলি, চাইনিজ় গ্রেনেড ও একটি রেডিয়ো উদ্ধার হয়েছে ৷

Patna (Bihar), Jan 15 (ANI): While speaking to ANI in Bihar's Patna on January 15, the Member of Legislative Assembly (MLA) of Rashtriya Janata Dal (RJD) and National Vice President of youth RJD, Dr Faraz Fatmi questioned party leader for opposing National Register of Citizens (NRC). He said, "I don't know why Tejashwi Yadav is taking out a rally against NRC, when the state government has cleared that they will not implement it in the state." "There is no bigger face than Nitish Kumar in Bihar and he will only form government in 2020," he added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.