ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে গ্রেপ্তার কানপুরের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবে - Vikas Dubey arrested in Madhyapradesh

Arrested Bikash Dubey
ধৃত বিকাশ দুবে
author img

By

Published : Jul 9, 2020, 9:57 AM IST

Updated : Jul 9, 2020, 12:03 PM IST

10:49 July 09

উজ্জৈয়ন(মধ্যপ্রদেশ), 9 জুলাই : এক সপ্তাহের চেষ্টার পর অবশেষে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার কানপুরের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবে ৷ কানপুরে 8 পুলিশকর্মী হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ছিল সে। অন্যদিকে একইসময়ে উত্তরপ্রদেশের কানপুর ও এটাওয়াহতে এনকাউন্টারে মৃত্যু হয় বিকাশের দুই সহযোগী প্রভাত মিশ্রা ও রণবীর শুক্লার ৷

3 জুলাই(শুক্রবার) কানপুরে বিকাশ দুবেকে ধরতে বিকরু গ্রামে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ ৷ তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বিকাশ ও তার দলবল ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় উত্তরপ্রদেশ পুলিশের ডেপুটি সুপার দেবেন্দ্র মিশ্রসহ আট পুলিশকর্মী ৷

এই ঘটনার পর থেকেই বিকাশ দুবের খোঁজে গোটা রাজ্যজুড়ে তল্লাশি শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ এমনকী, অন্যান্য রাজ্যেও তার খোঁজে তল্লাশি শুরু করা হয় ৷ পাশাপাশি কানপুরের একাধিক জায়গায় তার ছবি লাগানো হয় ৷ তার হদিস দেওয়ার জন্য পুলিশের তরফে 2.5 লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয় ৷

এরপরই মঙ্গলবার সন্ধেয় ফরিদাবাদের একটি হোটেলে তাকে দেখা যায় ৷ কিন্তু পুলিশ সেই হোটেলে যাওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায় বিকাশ ৷ তারপর থেকে আরও তৎপর হয় পুলিশ ৷ গতকাল উত্তরপ্রদেশের হরিরামপুর জেলার মাউদহ গ্রামে এনকাউন্টারে মারা যায় বিকাশ দুবের ঘনিষ্ঠ সহযোগী অমর দুবে ৷ একইসঙ্গে বিকাশকে ধরার পুরস্কারের পরিমাণ বাড়িয়ে 5 লাখ টাকা করা হয় ৷

অন্যদিকে ফরিদাবাদের হোটেল থেকে বিকাশ পালিয়ে গেলেও গ্রেপ্তার করা হয় তার তিন সহযোগীকে ৷ তার মধ্যে এক জনের নাম প্রভাত মিশ্রা ৷ আজ অপর দুই ধৃত-সহ তাকে ফরিদাবাদ থেকে কানপুরে নিয়ে আসা হচ্ছিল ৷ সেইসময় যখন তাদের গাড়ি বদল করা হচ্ছিল তখন পুলিশের থেকে পিস্তল ছিনিয়ে নেয় প্রভাত ৷ পালানোরও চেষ্টা করে ৷ পিস্তল ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে সে ৷ আর তখনই পালটা গুলি চালায় পুলিশ ৷ প্রভাতের পায়ে গুলি লাগে ৷ পরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ অফিসার প্রশান্ত কুমার।

09:51 July 09

গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে বিকাশ দুবেকে

একইসময়ে এটাওয়াহতে আর একটি এনকাউন্টারে মৃত্যু হয় বিকাশের অপর সহযোগী রণবীর শুক্লার ৷ সিনিয়র পুলিশ অফিসার আকাশ তোমার জানান, আজ ভোর 3 টে নাগাদ একটি সুইফট ডিজ়ায়ারে লুটপাট চালানো হয় ৷ জানা যায়, চার দুষ্কৃতী ছিল ৷ তারা সশস্ত্র ছিল ৷ স্করপিও গাড়িতে আসে দুষ্কৃতীরা । ঘটনার এক ঘণ্টা পর পুলিশ ওই স্করপিও গাড়িটি আটকায় ৷ তখন সেখান থেকে পালাতে চেষ্টা করে রণবীর ও তার সঙ্গে থাকা তিন জন ৷ তারাও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ৷ পালটা পুলিশের গুলিতে জখম হয় রণবীর ৷ সেখানেই লুটিয়ে পড়ে সে ৷ তবে, পালিয়ে যেতে সফল হয় বাকি তিন জন ৷ পরে রণবীরকে হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয় ৷ এরপর রণবীরের বিষয়ে খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে সে বিকাশ দুবের সহযোগী ৷

যখন উত্তরপ্রদেশে পুলিশের এনকাউন্টারে প্রভাত ও রণবীর ধরাশায়ী হয় তখনই মধ্যপ্রদেশের উজ্জৈয়নে মহাকালেশ্বর মন্দিরে সকাল 8টা নাগাদ দেখা যায় বিকাশ দুবেকে ৷ স্থানীয় এক দোকানদার তাকে চিনে ফেলে। খবর দেন পুলিশে ৷ যখন বিকাশ মন্দির থেকে বেরোতে যায় তখনই এক নিরাপত্তারক্ষী তাকে চিনতে পেরে জিজ্ঞাসাবাদ করে ৷ নিরাপত্তারক্ষীর চোখে ফাঁকি দিতে ভুয়ো ID কার্ড দেখায় সে ৷ তখনই ওই নিরাপত্তারক্ষীর সঙ্গে তার মারপিট শুরু হয় ৷ তারপর ওই নিরাপত্তরক্ষীই তাকে পুলিশের হাতে তুলে দেয় ৷ গ্রেপ্তারের পর বিকাশ দুবে নিজের পরিচয় জানায়। বলে, "আমি বিকাশ দুবে ৷ কানপুরওয়ালা ৷" বিকাশ দুবের বিরুদ্ধে খুন, অপহরণ, তোলাবাজি ও হিংসা ছড়ানোর জন্য 60 টি অপরাধমূলক মামলা রয়েছে ৷ 

10:49 July 09

উজ্জৈয়ন(মধ্যপ্রদেশ), 9 জুলাই : এক সপ্তাহের চেষ্টার পর অবশেষে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার কানপুরের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবে ৷ কানপুরে 8 পুলিশকর্মী হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ছিল সে। অন্যদিকে একইসময়ে উত্তরপ্রদেশের কানপুর ও এটাওয়াহতে এনকাউন্টারে মৃত্যু হয় বিকাশের দুই সহযোগী প্রভাত মিশ্রা ও রণবীর শুক্লার ৷

3 জুলাই(শুক্রবার) কানপুরে বিকাশ দুবেকে ধরতে বিকরু গ্রামে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ ৷ তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বিকাশ ও তার দলবল ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় উত্তরপ্রদেশ পুলিশের ডেপুটি সুপার দেবেন্দ্র মিশ্রসহ আট পুলিশকর্মী ৷

এই ঘটনার পর থেকেই বিকাশ দুবের খোঁজে গোটা রাজ্যজুড়ে তল্লাশি শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ এমনকী, অন্যান্য রাজ্যেও তার খোঁজে তল্লাশি শুরু করা হয় ৷ পাশাপাশি কানপুরের একাধিক জায়গায় তার ছবি লাগানো হয় ৷ তার হদিস দেওয়ার জন্য পুলিশের তরফে 2.5 লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয় ৷

এরপরই মঙ্গলবার সন্ধেয় ফরিদাবাদের একটি হোটেলে তাকে দেখা যায় ৷ কিন্তু পুলিশ সেই হোটেলে যাওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায় বিকাশ ৷ তারপর থেকে আরও তৎপর হয় পুলিশ ৷ গতকাল উত্তরপ্রদেশের হরিরামপুর জেলার মাউদহ গ্রামে এনকাউন্টারে মারা যায় বিকাশ দুবের ঘনিষ্ঠ সহযোগী অমর দুবে ৷ একইসঙ্গে বিকাশকে ধরার পুরস্কারের পরিমাণ বাড়িয়ে 5 লাখ টাকা করা হয় ৷

অন্যদিকে ফরিদাবাদের হোটেল থেকে বিকাশ পালিয়ে গেলেও গ্রেপ্তার করা হয় তার তিন সহযোগীকে ৷ তার মধ্যে এক জনের নাম প্রভাত মিশ্রা ৷ আজ অপর দুই ধৃত-সহ তাকে ফরিদাবাদ থেকে কানপুরে নিয়ে আসা হচ্ছিল ৷ সেইসময় যখন তাদের গাড়ি বদল করা হচ্ছিল তখন পুলিশের থেকে পিস্তল ছিনিয়ে নেয় প্রভাত ৷ পালানোরও চেষ্টা করে ৷ পিস্তল ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে সে ৷ আর তখনই পালটা গুলি চালায় পুলিশ ৷ প্রভাতের পায়ে গুলি লাগে ৷ পরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ অফিসার প্রশান্ত কুমার।

09:51 July 09

গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে বিকাশ দুবেকে

একইসময়ে এটাওয়াহতে আর একটি এনকাউন্টারে মৃত্যু হয় বিকাশের অপর সহযোগী রণবীর শুক্লার ৷ সিনিয়র পুলিশ অফিসার আকাশ তোমার জানান, আজ ভোর 3 টে নাগাদ একটি সুইফট ডিজ়ায়ারে লুটপাট চালানো হয় ৷ জানা যায়, চার দুষ্কৃতী ছিল ৷ তারা সশস্ত্র ছিল ৷ স্করপিও গাড়িতে আসে দুষ্কৃতীরা । ঘটনার এক ঘণ্টা পর পুলিশ ওই স্করপিও গাড়িটি আটকায় ৷ তখন সেখান থেকে পালাতে চেষ্টা করে রণবীর ও তার সঙ্গে থাকা তিন জন ৷ তারাও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ৷ পালটা পুলিশের গুলিতে জখম হয় রণবীর ৷ সেখানেই লুটিয়ে পড়ে সে ৷ তবে, পালিয়ে যেতে সফল হয় বাকি তিন জন ৷ পরে রণবীরকে হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয় ৷ এরপর রণবীরের বিষয়ে খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে সে বিকাশ দুবের সহযোগী ৷

যখন উত্তরপ্রদেশে পুলিশের এনকাউন্টারে প্রভাত ও রণবীর ধরাশায়ী হয় তখনই মধ্যপ্রদেশের উজ্জৈয়নে মহাকালেশ্বর মন্দিরে সকাল 8টা নাগাদ দেখা যায় বিকাশ দুবেকে ৷ স্থানীয় এক দোকানদার তাকে চিনে ফেলে। খবর দেন পুলিশে ৷ যখন বিকাশ মন্দির থেকে বেরোতে যায় তখনই এক নিরাপত্তারক্ষী তাকে চিনতে পেরে জিজ্ঞাসাবাদ করে ৷ নিরাপত্তারক্ষীর চোখে ফাঁকি দিতে ভুয়ো ID কার্ড দেখায় সে ৷ তখনই ওই নিরাপত্তারক্ষীর সঙ্গে তার মারপিট শুরু হয় ৷ তারপর ওই নিরাপত্তরক্ষীই তাকে পুলিশের হাতে তুলে দেয় ৷ গ্রেপ্তারের পর বিকাশ দুবে নিজের পরিচয় জানায়। বলে, "আমি বিকাশ দুবে ৷ কানপুরওয়ালা ৷" বিকাশ দুবের বিরুদ্ধে খুন, অপহরণ, তোলাবাজি ও হিংসা ছড়ানোর জন্য 60 টি অপরাধমূলক মামলা রয়েছে ৷ 

Last Updated : Jul 9, 2020, 12:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.