বেঙ্গালুরু, 19 ডিসেম্বর : 144 ধারা উপেক্ষা করে CAA-র প্রতিবাদে পথে নেমেছে বেঙ্গালুরুর একাধিক সংগঠন । সেখানেই এক প্রতিবাদ মিছিল থেকে ঐতিহাসিক রামচন্দ্র গুহকে আটক করল পুলিশ । বেঙ্গালুরুর টাউন হলের কাছে একটি মিছিলে যোগ দিয়েছিলেন তিনি । পথে হাঁটতে হাঁটতে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন । সেই সময় আটক করা হয় তাঁকে ।
রামচন্দ্র গুহ বলেন, "গান্ধির পোস্টার নিয়ে মিছিলে সামিল হয়েছিলাম । সেখানে সংবিধান নিয়ে সংবাদমাধ্যমগুলির সঙ্গে কথা বলছিলাম । সেইসময় পুলিশ আমাকে আটক করে ।"
এক ভিডিয়োয় দেখা যাচ্ছে, রামচন্দ্র গুহ বলছেন, "কেন্দ্রীয় সরকারের নির্দেশে কাজ করছে পুলিশ । দেশ বিভাজনের এই আইনের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি । আপানারা কোথাও কোনও বিক্ষোভ বা হিংসা দেখতে পাচ্ছেন ?" কথা বলতে বলতেই তাঁকে টানতে টানতে গাড়িতে তোলে একদল পুলিশকর্মী।পরে জানা যায়, আটক করা হয়েছে রামচন্দ্র গুহকে ৷
-
This government is scared of students. This government is scared of one of India’s most accomplished historians for speaking to the media on #CAB #NRC and holding a poster of GandhiJi. I condemn the detention of Ram Guha. We extend our full solidarity to all those detained
— Mamata Banerjee (@MamataOfficial) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This government is scared of students. This government is scared of one of India’s most accomplished historians for speaking to the media on #CAB #NRC and holding a poster of GandhiJi. I condemn the detention of Ram Guha. We extend our full solidarity to all those detained
— Mamata Banerjee (@MamataOfficial) December 19, 2019This government is scared of students. This government is scared of one of India’s most accomplished historians for speaking to the media on #CAB #NRC and holding a poster of GandhiJi. I condemn the detention of Ram Guha. We extend our full solidarity to all those detained
— Mamata Banerjee (@MamataOfficial) December 19, 2019
বিশিষ্ট ইতিহাসবিদকে আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আজ টুইট করেন , 'কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের ভয় পাচ্ছে । ভারতের বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহ CAA ও NRC বিষয়ে সংবাদমাধ্যমের সামনে সরাসরি কথা বলেছেন । তাঁকেও ভয় পাচ্ছে কেন্দ্র । রামচন্দ্র গুহকে আটক করার ঘটনায় আমি নিন্দা জানাচ্ছি । যাঁদের আটক করা হয়েছে তাঁদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে ।'