সিমলা, 22 মে : দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হিমাচল প্রদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান অজয় কুমার গুপ্তা । সেখানকার ভিজিলেন্স বিভাগ ও দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করেছে তাকে । গতকাল হিমাচল প্রদেশ সরকার অজয় কুমার গুপ্তা অর্থাৎ স্বাস্থ্য বিভাগের প্রধানকে পদ থেকেও সাসপেন্ড করেছে ।
ব্যুরো পুলিশ সুপার (SP) এবং ব্যুরোর বিশেষ তদন্তকারী ইউনিটের শীর্ষস্থানীয় (SIU)আধিকারিক শালিনী অগ্নিহোত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, 20 মে অর্থাৎ বুধবার রাতে অজয় কুমার গুপ্তাকে গ্রেপ্তার করা হয় ভিজিলেন্স বিভাগ ও দুর্নীতি দমন আইনের মাধ্যমে । সেখানকার এক প্রবীণ কর্মকতা জানিয়েছেন, একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয় গুপ্তার বিরুদ্ধে । সেই ক্লিপে দেখা যাচ্ছে তিনি এক ব্যক্তির কাছ থেকে 5 লাখ টাকার ঘুষ চাইছেন । এরপরই গ্রেপ্তার করা হয় । তাকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার ।
এই বিষয়ে শালিনী অগ্নিহোত্রী মিডিয়াকে বলেছেন, গতকাল গুপ্তাকে আদালতে তোলা হয়েছিল । বিচারক তাকে 5 দিনের হেপাজতে থাকার নির্দেশ দেন । বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তাকে ইন্দিরা গান্ধি মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন তার ডায়াবেটিস এবং রক্তচাপের মাত্রা অস্বাভাবিক । পুলিশ সুপার আরও জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য গুপ্তার অফিস এবং বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল । সেখান থেকে কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে ।