ETV Bharat / bharat

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির শরীরে ফের মিলল COVID-19 - কোরোনা

আক্রান্ত ব্যক্তি মার্চ মাসে দিল্লি থেকে ফিরেছিলেন ৷ দিল্লির নিজ়ামউদ্দিন-এ ধর্মীয় জনসভায় যোগ দিয়েছিলেন ৷ নিজ়ামউদ্দিন যোগে দেশের 29.8 শতাংশ মানুষ কোরোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷

Himachal Pradesh man recovered from corona tested covid-19 positive again
হিমাচল প্রদেশে কোরোনা আক্রান্ত
author img

By

Published : Apr 19, 2020, 1:43 PM IST

Updated : Apr 19, 2020, 5:45 PM IST

সিমলা, 19 এপ্রিল : সুস্থ হয়ে ওঠা ব্যক্তির শরীরে ফের COVID-19-এর সন্ধান পাওয়া গেল ৷ এর ফলে হিমাচলপ্রদেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 39 ৷

কোরোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন হিমাচল প্রদেশের উনা জেলার একজন ৷ তাঁর শরীরে ফের COVID-19 ভাইরাসের সন্ধান পাওয়া গেল ৷ সেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, উনা জেলার তিন জনের শরীরে প্রথমে কোরোনার সন্ধান পাওয়া যায় ৷ চিকিৎসার পর তিনজনই সুস্থ হয়ে ওঠেন ৷ এদের মধ্যেই এক জনের শরীরে ফের COVID-19 এর সন্ধান পাওয়া গিয়েছে ৷ এর ফলে সেই রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 39-এ পৌঁছল ৷ উনা জেলায় আক্রান্তের সংখ্যা এখন 16 ৷ চম্বা, কাঙ্গরা ও সোলান জেলায় তিন জন করে ও উনা জেলায় 2 জন কোরোনা মুক্ত হওয়ায় এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন 11 জন ৷

পুলিশ সূত্রে খবর, দিল্লির নিজ়ামউদ্দিনে ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন উনা জেলার নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তি ৷ 8-9 মার্চের মধ্যে তিনি দিল্লি থেকে ফেরেন ৷ নিজ়ামউদ্দিন থেকে ফেরার এক মাস পর উনার ওই ব্যক্তির শরীরে কোরোনা ধরা পড়ে ৷ যা দেখে অবাক হয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা ৷ পরে ওই ব্যক্তি কোনও COVID-19 আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষদের খোঁজ চালাচ্ছে প্রশাসন ৷

সিমলা, 19 এপ্রিল : সুস্থ হয়ে ওঠা ব্যক্তির শরীরে ফের COVID-19-এর সন্ধান পাওয়া গেল ৷ এর ফলে হিমাচলপ্রদেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 39 ৷

কোরোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন হিমাচল প্রদেশের উনা জেলার একজন ৷ তাঁর শরীরে ফের COVID-19 ভাইরাসের সন্ধান পাওয়া গেল ৷ সেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, উনা জেলার তিন জনের শরীরে প্রথমে কোরোনার সন্ধান পাওয়া যায় ৷ চিকিৎসার পর তিনজনই সুস্থ হয়ে ওঠেন ৷ এদের মধ্যেই এক জনের শরীরে ফের COVID-19 এর সন্ধান পাওয়া গিয়েছে ৷ এর ফলে সেই রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 39-এ পৌঁছল ৷ উনা জেলায় আক্রান্তের সংখ্যা এখন 16 ৷ চম্বা, কাঙ্গরা ও সোলান জেলায় তিন জন করে ও উনা জেলায় 2 জন কোরোনা মুক্ত হওয়ায় এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন 11 জন ৷

পুলিশ সূত্রে খবর, দিল্লির নিজ়ামউদ্দিনে ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন উনা জেলার নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তি ৷ 8-9 মার্চের মধ্যে তিনি দিল্লি থেকে ফেরেন ৷ নিজ়ামউদ্দিন থেকে ফেরার এক মাস পর উনার ওই ব্যক্তির শরীরে কোরোনা ধরা পড়ে ৷ যা দেখে অবাক হয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা ৷ পরে ওই ব্যক্তি কোনও COVID-19 আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষদের খোঁজ চালাচ্ছে প্রশাসন ৷

Last Updated : Apr 19, 2020, 5:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.