ETV Bharat / bharat

শপথগ্রহণ অনুষ্ঠানে সোনিয়াকে আমন্ত্রণ জানাতে দিল্লির পথে হেমন্ত

author img

By

Published : Dec 25, 2019, 12:34 PM IST

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) নেতা হেমন্ত সোরেন এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে সোনিয়া গান্ধিকে আমন্ত্রণ জানাতে আজ দিল্লি যাচ্ছেন তিনি ৷

সোনিয়া গান্ধি ও হেমন্ত সোরেন
সোনিয়া গান্ধি ও হেমন্ত সোরেন

দিল্লি ও রাঁচি, 25 ডিসেম্বর : ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রীর মসনদে বসছেন হেমন্ত সোরেন ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে সোনিয়া গান্ধিকে আমন্ত্রণ জানাতে আজ দিল্লি পাড়ি দিয়েছেন শিবু সোরেন পুত্র ৷

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) নেতা হেমন্ত সোরেন এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ৷ সোমবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিরোধী জোট, কংগ্রেস ও RJD সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ৷

সূত্রের খবর, 29 ডিসেম্বর হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৷ নবনির্বাচিত 30জন বিধায়ককেও এই অনুষ্ঠানে অংশ নিতে বলা হয়েছে ৷

এ'দিকে, কংগ্রেস-JMM-RJD জোটের উপর ভরসা রাখার জন্য কংগ্রেস অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ঝাড়খণ্ডবাসীকে কৃতজ্ঞতা জানান ৷ তিনি আরও বলেন, রাজ্যে কংগ্রেসের তরফে একজন উপ-মুখ্যমন্ত্রীও থাকবেন ৷

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত প্রথমবার 2013 সালের 15 জুন শপথ নিয়েছিলেন ৷ সেবার তাঁর সরকার 14 মাস স্থায়ী হয়েছিল ৷ কিন্তু, এবার কংগ্রেস ও RJD-র সঙ্গে জোট থাকায় BJP-কে হারানো কোনও সমস্যাই ছিল না বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

দিল্লি ও রাঁচি, 25 ডিসেম্বর : ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রীর মসনদে বসছেন হেমন্ত সোরেন ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে সোনিয়া গান্ধিকে আমন্ত্রণ জানাতে আজ দিল্লি পাড়ি দিয়েছেন শিবু সোরেন পুত্র ৷

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) নেতা হেমন্ত সোরেন এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ৷ সোমবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিরোধী জোট, কংগ্রেস ও RJD সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ৷

সূত্রের খবর, 29 ডিসেম্বর হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৷ নবনির্বাচিত 30জন বিধায়ককেও এই অনুষ্ঠানে অংশ নিতে বলা হয়েছে ৷

এ'দিকে, কংগ্রেস-JMM-RJD জোটের উপর ভরসা রাখার জন্য কংগ্রেস অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ঝাড়খণ্ডবাসীকে কৃতজ্ঞতা জানান ৷ তিনি আরও বলেন, রাজ্যে কংগ্রেসের তরফে একজন উপ-মুখ্যমন্ত্রীও থাকবেন ৷

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত প্রথমবার 2013 সালের 15 জুন শপথ নিয়েছিলেন ৷ সেবার তাঁর সরকার 14 মাস স্থায়ী হয়েছিল ৷ কিন্তু, এবার কংগ্রেস ও RJD-র সঙ্গে জোট থাকায় BJP-কে হারানো কোনও সমস্যাই ছিল না বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

New Delhi, Dec 25 (ANI): Temperature dropped down in Delhi due to heavy snowfall in parts of North India. Homeless people move to night shelters to stay warm near New Delhi Railway Station. These government-supported night shelters have become heaven for homeless people. They are provided with free blankets and pillows.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.