ETV Bharat / bharat

ভারী বৃষ্টির পূর্বাভাস ; জটিল 3 রাজ্যের বন্যা পরিস্থিতি - B S Yedurappa

3 রাজ্যে আগামী 48 ঘন্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস ৷ জটিল হচ্ছে বন্যা পরিস্থিতি ৷ ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ ৷

কেরল
author img

By

Published : Aug 9, 2019, 1:01 PM IST

দিল্লি, 9 অগাস্ট : কেরালার বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে ৷ সে রাজ্যে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ৷ গতকাল ওয়েনাদে চা শ্রমিকদের বসতি ভেসে যায় । কমপক্ষে 200 জন আহত হন । দু'জনের মৃতদেহ উদ্ধার হয় । 14 টি জেলার সমস্ত স্কুল-কলেজ বন্ধ । বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে । কোচি এয়ারপোর্ট রবিবার থেকে বন্ধ । কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন । কেরলের বিভিন্ন জেলা থেকে 22 হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে । 315 টি ত্রাণ শিবির খোলা হয়েছে রাজ্যজুড়ে । কেরালার বন্যা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন রাহুল গান্ধি ৷

উদ্বেগজনক পরিস্থিতি কর্নাটকেও । ইতিমধ্যেই সে রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা হেলিকপ্টারে বন্যা কবলিত জেলাগুলি পরিদর্শন করেছেন । আজ কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া কর্নাটকের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখবেন । পরস্থিতি আরও জটিল হয়েছে গতকাল ৷ মহারাষ্ট্রের কৃষ্ণা নদী থেকে 4 লাখ কিউসেক জয় ছাড়া হয়েছে ৷ যার ফলে বিস্তীর্ণ এলাকা ভেসে গেছে ৷ আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য নামানো হয়েছে বায়ুসেনা ৷ রাজ্যের একাধিক নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে ৷ একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা ৷ এদিকে আগামী 24 ঘন্টায় কর্নাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ৷

মহারাষ্ট্রের কোলাপুরে বন্যাপরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে ৷ পঞ্চগঙ্গা নদীর জল পুরো শহর ভাসিয়ে দিয়েছে ৷ বিভিন্ন শহরের অধিকাংশ এলাকা প্রায় 10 ফুট জলের তলায় ৷ গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ হেলিকপ্টারে সাঙ্গলি ও কোলাপুর পরিদর্শন করেন ৷ আধিকারিকদের মতে কোলাপুর ও সাঙ্গলির পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে 2-3 দিন লাগতে পারে ৷ এদিকে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে ৷ কোলাপুরের 38 হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ৷

দিল্লি, 9 অগাস্ট : কেরালার বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে ৷ সে রাজ্যে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ৷ গতকাল ওয়েনাদে চা শ্রমিকদের বসতি ভেসে যায় । কমপক্ষে 200 জন আহত হন । দু'জনের মৃতদেহ উদ্ধার হয় । 14 টি জেলার সমস্ত স্কুল-কলেজ বন্ধ । বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে । কোচি এয়ারপোর্ট রবিবার থেকে বন্ধ । কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন । কেরলের বিভিন্ন জেলা থেকে 22 হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে । 315 টি ত্রাণ শিবির খোলা হয়েছে রাজ্যজুড়ে । কেরালার বন্যা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন রাহুল গান্ধি ৷

উদ্বেগজনক পরিস্থিতি কর্নাটকেও । ইতিমধ্যেই সে রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা হেলিকপ্টারে বন্যা কবলিত জেলাগুলি পরিদর্শন করেছেন । আজ কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া কর্নাটকের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখবেন । পরস্থিতি আরও জটিল হয়েছে গতকাল ৷ মহারাষ্ট্রের কৃষ্ণা নদী থেকে 4 লাখ কিউসেক জয় ছাড়া হয়েছে ৷ যার ফলে বিস্তীর্ণ এলাকা ভেসে গেছে ৷ আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য নামানো হয়েছে বায়ুসেনা ৷ রাজ্যের একাধিক নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে ৷ একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা ৷ এদিকে আগামী 24 ঘন্টায় কর্নাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ৷

মহারাষ্ট্রের কোলাপুরে বন্যাপরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে ৷ পঞ্চগঙ্গা নদীর জল পুরো শহর ভাসিয়ে দিয়েছে ৷ বিভিন্ন শহরের অধিকাংশ এলাকা প্রায় 10 ফুট জলের তলায় ৷ গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ হেলিকপ্টারে সাঙ্গলি ও কোলাপুর পরিদর্শন করেন ৷ আধিকারিকদের মতে কোলাপুর ও সাঙ্গলির পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে 2-3 দিন লাগতে পারে ৷ এদিকে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে ৷ কোলাপুরের 38 হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ৷


Bhopal (Madhya Pradesh), Jul 31 (ANI): NDRF is all set to deal with the IMD's prediction of incessant rains in Bhopal. Talking about the steps to be taken by NDRF, if needed, an official informed that the 35-member team is on red alert. And more team members can be included if needed. IMD has predicted incessant rains in Bhopal and other districts of MP for next few days.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.