ETV Bharat / bharat

কোরোনার সতর্কতায় টোল ফ্রি নম্বর চালু কেন্দ্রের - কোরোনার সতর্কতায় টোল ফ্রি নম্বর চালু কেন্দ্রের

‘‘হেল্প আস টু হেল্প ইউ’’ নামে টোল ফ্রি নম্বরটি চালু করা হয়েছে ৷

toll free number for corona in india
কোরোনার জন্য টোল ফ্রি নম্বর চালু স্বাস্থ্যমন্ত্রকের
author img

By

Published : Mar 16, 2020, 5:16 PM IST

দিল্লি, 16 মার্চ : COVID-19 বা নভেল কোরোনা ভাইরাসের জন্য এবার টোল ফ্রি নম্বর চালু করল কেন্দ্র ৷ স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আজ টোল ফ্রি নম্বর 1075 চালু করা হয় ৷ পাশাপাশি একটি ই মেল আইডিও দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য ৷

কোরোনা ভাইরাস সংক্রান্ত যে কোনও সাহায্যের জন্য আজ স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে একটি টোল ফ্রি নম্বর চালু করা হল ৷ 1075-এই টোল ফ্রি নম্বরটি 24 ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ আরও একটি নম্বর দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে ৷ সেটি হল- 011-23978046 ৷ কেন্দ্রের তরফে দেওয়া ই মেল আইডিটি হল, ncov2019@gmail.com ৷

দিল্লি, 16 মার্চ : COVID-19 বা নভেল কোরোনা ভাইরাসের জন্য এবার টোল ফ্রি নম্বর চালু করল কেন্দ্র ৷ স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আজ টোল ফ্রি নম্বর 1075 চালু করা হয় ৷ পাশাপাশি একটি ই মেল আইডিও দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য ৷

কোরোনা ভাইরাস সংক্রান্ত যে কোনও সাহায্যের জন্য আজ স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে একটি টোল ফ্রি নম্বর চালু করা হল ৷ 1075-এই টোল ফ্রি নম্বরটি 24 ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ আরও একটি নম্বর দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে ৷ সেটি হল- 011-23978046 ৷ কেন্দ্রের তরফে দেওয়া ই মেল আইডিটি হল, ncov2019@gmail.com ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.