ETV Bharat / bharat

নর্দমা থেকে মিলল যুবতির চাদর জড়ানো মুণ্ডহীন দেহ - মুণ্ডহীন দেহ যুবতীর, খুনের অভিযোগ

নর্দমা থেকে যুবতীর মুণ্ডহীন দেহ উদ্ধার ৷ মুম্বইয়ের ঘটনা । খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Headless Body Of Woman Found
মুম্বইয়ে যুবতীর মুণ্ডহীন দেহ উদ্ধার
author img

By

Published : Dec 31, 2019, 12:10 PM IST

মুম্বই, 31 ডিসেম্বর : নর্দমার মধ্যে বিছানার চাদরে জড়ানো অবস্থায় এক যুবতীর মুণ্ডহীন দেহ উদ্ধার করল ঘাটকোপার থানার পুলিশ । মুম্বইয়ের ঘাটকোপার এলাকায় নাভাল গেটের কাছে আজ সকালে উদ্ধার হয় দেহটি ।

নাভাল গেটের কাছে একটি নর্দমার মধ্যে বিছানার চাদরে জড়ানো অবস্থায় ওই যুবতীর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা । ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘাটকোপার থানার সিনিয়র ইন্সপেক্টর কুসুম ওয়াঘমারে জানিয়েছেন, উদ্ধার হওয়া দেহের মাথা এবং হাঁটুর নিচের অংশ খুঁজে পাওয়া যায়নি । মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে ।

মুম্বই, 31 ডিসেম্বর : নর্দমার মধ্যে বিছানার চাদরে জড়ানো অবস্থায় এক যুবতীর মুণ্ডহীন দেহ উদ্ধার করল ঘাটকোপার থানার পুলিশ । মুম্বইয়ের ঘাটকোপার এলাকায় নাভাল গেটের কাছে আজ সকালে উদ্ধার হয় দেহটি ।

নাভাল গেটের কাছে একটি নর্দমার মধ্যে বিছানার চাদরে জড়ানো অবস্থায় ওই যুবতীর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা । ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘাটকোপার থানার সিনিয়র ইন্সপেক্টর কুসুম ওয়াঘমারে জানিয়েছেন, উদ্ধার হওয়া দেহের মাথা এবং হাঁটুর নিচের অংশ খুঁজে পাওয়া যায়নি । মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে ।

New Delhi, Dec 31 (ANI): Union Minister for Commerce and Industry, Piyush Goyal, on Monday (December 30) said that India had decided not to join the Regional Comprehensive Economic Partnership (RCEP) in interest of domestic industries and farmers, and assured that the government will review existing Free Trade Agreements with different countries to protect the interest of domestic industry and traders. "We decided not to join Regional Comprehensive Economic Partnership (RCEP) in interest of domestic industries and farmers. I assure you that we'll review all existing Free Trade Agreements with different countries to protect interest of industry and traders," Goyal said.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.