ETV Bharat / bharat

হরিয়ানায় কমল ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও RT-PCR-এর খরচা - হরিয়ানায় কমানো হল ব়্যাপিট অ্যান্টিজেন টেস্ট ও RT-PCR এর দাম

এই টেস্টের খরচা কমানোর নির্দেশ দেন হরিয়ানার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত চিফ সেক্রেটারি রাজীব অরোরা ৷ এনিয়ে তৃতীয়বার কমানো হল বেসরকারি ল্যাব থেকে কোরোনা টেস্টের খরচা ৷

Haryana reduces prices of RT-PCR, rapid antigen Covid tests
হরিয়ানায় কমানো হল ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও RT-PCR-এর খরচা
author img

By

Published : Oct 30, 2020, 2:02 PM IST

Updated : Oct 31, 2020, 6:12 AM IST

গুরুগ্রাম , 30 অক্টোবর : বেসরকারি ল্যাবরেটরিগুলিতে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও RT-PCR এর খরচা কম করার নির্দেশ দিল হরিয়ানা সরকার ৷ টেস্টের খরচা কমিয়ে করা হয়েছে যথাক্রমে 500 ও 900 টাকা ৷ এর আগে RT-PCR এর খরচ ছিল 1,200 টাকা ৷ অন্যদিকে, ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের খরচ ছিল 650 টাকা ৷ টেস্টের মূল্য কমানোর নির্দেশ দেন হরিয়ানার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব রাজীব অরোরা ৷ এনিয়ে রাজ্যে তৃতীয়বার কমানো হল বেসরকারি ল্যাব থেকে কোরোনা টেস্টের খরচ ৷

চলতি মাসের 3 তারিখে হরিয়ানা সরকার RT-PCR এর দাম 1,600 থেকে কমিয়ে করে 1,200 টাকা করেছিল ৷ স্বাস্থ্য আধিকারিকরা জানান, বিশেষজ্ঞদের মতামত নিয়ে শেষবারের মতো এই দাম ধার্য করা হয় ৷

নির্দেশে বলা হয়, পরীক্ষার কিট ও অন্যান্য জিনিসের দামের জন্য এই মূল্য নির্ধারণ করা হয়েছে ৷ এছাড়াও ল্যাবরেটরিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে , জিনিসপত্রের দাম যেন দেখা যায় ৷ এবিষয়ে হরিয়ানার চিফ মেডিকেল অফিসার বীরেন্দ্র যাদব জানান, শুধুমাত্র এরাজ্যের জন্যই এই দাম ধার্য হবে ৷ এতে মানুষ উৎসাহিত হবে ৷ তারা আরও বেশি টেস্ট করাতে আসবে ৷

গুরুগ্রাম , 30 অক্টোবর : বেসরকারি ল্যাবরেটরিগুলিতে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও RT-PCR এর খরচা কম করার নির্দেশ দিল হরিয়ানা সরকার ৷ টেস্টের খরচা কমিয়ে করা হয়েছে যথাক্রমে 500 ও 900 টাকা ৷ এর আগে RT-PCR এর খরচ ছিল 1,200 টাকা ৷ অন্যদিকে, ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের খরচ ছিল 650 টাকা ৷ টেস্টের মূল্য কমানোর নির্দেশ দেন হরিয়ানার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব রাজীব অরোরা ৷ এনিয়ে রাজ্যে তৃতীয়বার কমানো হল বেসরকারি ল্যাব থেকে কোরোনা টেস্টের খরচ ৷

চলতি মাসের 3 তারিখে হরিয়ানা সরকার RT-PCR এর দাম 1,600 থেকে কমিয়ে করে 1,200 টাকা করেছিল ৷ স্বাস্থ্য আধিকারিকরা জানান, বিশেষজ্ঞদের মতামত নিয়ে শেষবারের মতো এই দাম ধার্য করা হয় ৷

নির্দেশে বলা হয়, পরীক্ষার কিট ও অন্যান্য জিনিসের দামের জন্য এই মূল্য নির্ধারণ করা হয়েছে ৷ এছাড়াও ল্যাবরেটরিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে , জিনিসপত্রের দাম যেন দেখা যায় ৷ এবিষয়ে হরিয়ানার চিফ মেডিকেল অফিসার বীরেন্দ্র যাদব জানান, শুধুমাত্র এরাজ্যের জন্যই এই দাম ধার্য হবে ৷ এতে মানুষ উৎসাহিত হবে ৷ তারা আরও বেশি টেস্ট করাতে আসবে ৷

Last Updated : Oct 31, 2020, 6:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.