চণ্ডিগড়, 24 এপ্রিল : অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য তিন সপ্তাহের প্যারোলের আবেদন জানিয়েছিলেন রাম রহিম । আজ তাঁর এই আবেদন খারিজ করল হরিয়ানা জেল কর্তৃপক্ষ । নিজের দুই শিষ্যকে ধর্ষণ করার জন্য 20 বছরের কারাদণ্ড হয় তাঁর ।
রাম রহিমের মা ৮৫ বছর বয়সি নাসিব কৌর হৃদরোগে আক্রান্ত । তাই এই আবেদন করেছিলেন রাম রহিম । তিনি বর্তমানে চণ্ডিগড় থেকে 250 কিলোমিটার দূরে সুনারিয়া জেলে রয়েছেন । জেল আধিকারিকরা বলেন, তাঁর এই প্যারোল খারিজ করা হয়েছে কারণ তিনি মুক্তি পেলে রাজ্যে আইনশৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হতে পারে ।
আজ সকালেই অকাল তখত জেতাদার গিয়ানি হরপ্রিত সিং দাবি করেন, কোরোনার কারণে হরিয়ানা সরকার রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিল । একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, তাঁর জেল থেকে ছাড়া পাওয়া পঞ্জাব ও হরিয়ানায় সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকারক হবে । তিনি আরও বলেন, "একদিকে সরকার শিখ রাজনৈতিক বন্দীদের প্যারোল দিতে অস্বীকার করছে । অন্যদিকে, হরিয়ানা সরকার কোরোনার কারণে গুরমিত রাম রহিমকে প্যারোলে মুক্তি দিতে চলেছে ।"