ETV Bharat / bharat

শীঘ্রই শুরু হবে হজ প্রক্রিয়া : নকভি

প্রথম পর্যায়ে 6 হাজার নাগরিক ও বাসিন্দাদের 4 অক্টোবর থেকে ওমরাহ পালন করার অনুমতি দেওয়া হবে ৷ বাইরের তীর্থযাত্রীদের 1 নভেম্বর থেকে অনুমতি দেওয়া হবে ৷ প্রতিদিন তীর্থযাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়িয়ে 20 হাজার করা হবে ৷

author img

By

Published : Sep 26, 2020, 5:31 PM IST

হজ যাত্রা
হজ যাত্রা

দিল্লি, 26 সেপ্টেম্বর : 2021 সালের হজ যাত্রার প্রক্রিয়া শুরু করার কথা ভাবছে ভারত সরকার ৷ শনিবার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি একথা জানান ৷

মুখতার আব্বাস নকভি বলেন, "হজ কমিটি, অন্যান্য ভারতীয় সংস্থা হজ ২০২১ এর হজ যাত্রার আবেদনের প্রক্রিয়া এবং অন্যান্য প্রস্তুতি অক্টোবর ও নভেম্বরের মধ্যে শুরু করবে। আমরা আশা করছি সৌদি আরব সরকার শিগগিরই হজ ২০২১ সালের জন্য প্রয়োজনীয় গাইডলাইন জারি করবে। ভারতীয় এজেন্সিরা এই ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের সাথে সমন্বয় রাখছে ৷"

ETV ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে হজ কমিটির CEO মকসুদ আহমেদ খান বলেন, "মুম্বাইয়ে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি, ভারতের হজ কমিটি এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে ২০২১ হজের পরিকল্পনার নিয়ে একটি বৈঠক করা হয়েছে। আমরা এখন সৌদি আরব সরকারের নির্দেশিকাগুলির অপেক্ষায় রয়েছি ৷ তারপর আমাদের 19 অক্টোবর আরও একটি বৈঠক হবে ৷ সেখানে হজ যাত্রীদের কীভাবে পাঠানো হবে সে বিষয়ে আলোচনা হবে ৷ ’’

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট করেছেন যে 2020 সালে যারা হজযাত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাদেরও পরের বছরের জন্য পুনরায় ফর্ম ভরতে হবে ৷

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রক 4 অক্টোবর থেকে ধীরে ধীরে বছরব্যাপী ওমরাহ তীর্থযাত্রা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ।

সৌদি আরব সরকারের মতে, প্রথম পর্যায়ে 6 হাজার নাগরিক ও বাসিন্দাদের 4 অক্টোবর থেকে ওমরাহ পালন করার অনুমতি দেওয়া হবে ৷ বাইরের তীর্থযাত্রীদের 1 নভেম্বর থেকে অনুমতি দেওয়া হবে ৷ প্রতিদিন তীর্থযাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়িয়ে 20 হাজার করা হবে ৷

দিল্লি, 26 সেপ্টেম্বর : 2021 সালের হজ যাত্রার প্রক্রিয়া শুরু করার কথা ভাবছে ভারত সরকার ৷ শনিবার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি একথা জানান ৷

মুখতার আব্বাস নকভি বলেন, "হজ কমিটি, অন্যান্য ভারতীয় সংস্থা হজ ২০২১ এর হজ যাত্রার আবেদনের প্রক্রিয়া এবং অন্যান্য প্রস্তুতি অক্টোবর ও নভেম্বরের মধ্যে শুরু করবে। আমরা আশা করছি সৌদি আরব সরকার শিগগিরই হজ ২০২১ সালের জন্য প্রয়োজনীয় গাইডলাইন জারি করবে। ভারতীয় এজেন্সিরা এই ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের সাথে সমন্বয় রাখছে ৷"

ETV ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে হজ কমিটির CEO মকসুদ আহমেদ খান বলেন, "মুম্বাইয়ে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি, ভারতের হজ কমিটি এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে ২০২১ হজের পরিকল্পনার নিয়ে একটি বৈঠক করা হয়েছে। আমরা এখন সৌদি আরব সরকারের নির্দেশিকাগুলির অপেক্ষায় রয়েছি ৷ তারপর আমাদের 19 অক্টোবর আরও একটি বৈঠক হবে ৷ সেখানে হজ যাত্রীদের কীভাবে পাঠানো হবে সে বিষয়ে আলোচনা হবে ৷ ’’

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট করেছেন যে 2020 সালে যারা হজযাত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাদেরও পরের বছরের জন্য পুনরায় ফর্ম ভরতে হবে ৷

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রক 4 অক্টোবর থেকে ধীরে ধীরে বছরব্যাপী ওমরাহ তীর্থযাত্রা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ।

সৌদি আরব সরকারের মতে, প্রথম পর্যায়ে 6 হাজার নাগরিক ও বাসিন্দাদের 4 অক্টোবর থেকে ওমরাহ পালন করার অনুমতি দেওয়া হবে ৷ বাইরের তীর্থযাত্রীদের 1 নভেম্বর থেকে অনুমতি দেওয়া হবে ৷ প্রতিদিন তীর্থযাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়িয়ে 20 হাজার করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.