ETV Bharat / bharat

UAPA আইন পালটালে প্রথমেই নিষিদ্ধ হবে মাসুদ আজ়হার ও হাফিজ় সইদ

UA(P) সংশোধনী বিলটি আইনে পরিণত হলে প্রথমেই মাসুদ আজ়হার ও হাফিজ় সইদকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হবে বলে সূত্রের খবর ।

author img

By

Published : Jul 27, 2019, 1:48 PM IST

মাসুদ আজ়হার ও হাফিজ় সইদ

দিল্লি, 27 জুলাই : তিন দিন আগেই লোকসভায় পাশ হয়েছে UA(P) সংশোধনী বিল (আনলফুল অ্যাক্টিভিটিজ় (প্রিভেনশন) বিল) । এখন তা রাজ্যসভায় পাশের অপেক্ষা ৷ আর এই বিলটি আইনে পরিণত হলে প্রথমেই মাসুদ আজ়হার ও হাফিজ় সইদকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হবে বলে সূত্রের খবর ।

24 জুলাই লোকসভায় পাশ হওয়া সংশোধনী বিল অনুযায়ী, কোনও ব্যক্তির বিরুদ্ধে জঙ্গিদের সঙ্গে যোগাযোগের প্রমাণ থাকলে তাকেও 'জঙ্গি' হিসেবে গণ্য করা হবে । এর আগে শুধু কোনও সংগঠনকেই জঙ্গি তকমা দেওয়া যেত । গত 15 বছরে সরকার 42টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে ।

বিল পাশ প্রসঙ্গে সংসদে অমিত শাহ বলেছিলেন, "কোনও একজন ব্যক্তিকে জঙ্গি ঘোষণা করার বিধান থাকা উচিত বলেই মনে করে কেন্দ্র ৷ বিশ্বের বিভিন্ন দেশেই এই সংস্থান রয়েছে ৷ ভারতেরও থাকবে । রাষ্ট্রসংঘ, ইয়োরোপিয়ান ইউনিয়ন, অ্যামেরিকা, পাকিস্তান, চিন, ইজ়রায়েল সবারই এই বিষয়ে আইন আছে ।"

স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক এক সংবাদমাধ্যমকে এই বিষয়ে বলেন, "মাসুদ আজ়হার ও হাফিজ় সইদকে নিষিদ্ধ ঘোষণা করলে আন্তর্জাতিক স্তরে আমাদের দাবি আরও গ্রহণযোগ্য হবে । এই আইনটি রাষ্ট্রসংঘ ও আন্তর্জাতিক আইনের সঙ্গে তাল মিলিয়ে আনা হয়েছে । এর ফলে এখন আমরা এদের বিরুদ্ধে থাকা সব প্রমাণ বাকি দেশগুলোর সঙ্গে আদানপ্রদান করতে পারব ।"

দিল্লি, 27 জুলাই : তিন দিন আগেই লোকসভায় পাশ হয়েছে UA(P) সংশোধনী বিল (আনলফুল অ্যাক্টিভিটিজ় (প্রিভেনশন) বিল) । এখন তা রাজ্যসভায় পাশের অপেক্ষা ৷ আর এই বিলটি আইনে পরিণত হলে প্রথমেই মাসুদ আজ়হার ও হাফিজ় সইদকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হবে বলে সূত্রের খবর ।

24 জুলাই লোকসভায় পাশ হওয়া সংশোধনী বিল অনুযায়ী, কোনও ব্যক্তির বিরুদ্ধে জঙ্গিদের সঙ্গে যোগাযোগের প্রমাণ থাকলে তাকেও 'জঙ্গি' হিসেবে গণ্য করা হবে । এর আগে শুধু কোনও সংগঠনকেই জঙ্গি তকমা দেওয়া যেত । গত 15 বছরে সরকার 42টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে ।

বিল পাশ প্রসঙ্গে সংসদে অমিত শাহ বলেছিলেন, "কোনও একজন ব্যক্তিকে জঙ্গি ঘোষণা করার বিধান থাকা উচিত বলেই মনে করে কেন্দ্র ৷ বিশ্বের বিভিন্ন দেশেই এই সংস্থান রয়েছে ৷ ভারতেরও থাকবে । রাষ্ট্রসংঘ, ইয়োরোপিয়ান ইউনিয়ন, অ্যামেরিকা, পাকিস্তান, চিন, ইজ়রায়েল সবারই এই বিষয়ে আইন আছে ।"

স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক এক সংবাদমাধ্যমকে এই বিষয়ে বলেন, "মাসুদ আজ়হার ও হাফিজ় সইদকে নিষিদ্ধ ঘোষণা করলে আন্তর্জাতিক স্তরে আমাদের দাবি আরও গ্রহণযোগ্য হবে । এই আইনটি রাষ্ট্রসংঘ ও আন্তর্জাতিক আইনের সঙ্গে তাল মিলিয়ে আনা হয়েছে । এর ফলে এখন আমরা এদের বিরুদ্ধে থাকা সব প্রমাণ বাকি দেশগুলোর সঙ্গে আদানপ্রদান করতে পারব ।"

Shopian (J-K), July 27 (ANI): An exchange of fire is underway between terrorists and security forces in Jammu and Kashmir's Shopian today. The incident took place at Bona Bazaar area. More details are awaited in this regard.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.