আহমেদাবাদ, 13 অক্টোবর : গুজরাতের মেহসানা জেলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের । আহত হয়েছে একজন । নিখোঁজ আরও একজন । গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানালে পড়ে যায় ।
নন্দাসান জেলা থেকে মেহসানা জেলার কাদি শহরে আসেন পাঁচজন । স্কলারশিপের ফর্ম ফিলআপের জন্যই তাঁরা সেখানে আসেন। ফর্ম ফিলআপের পর বাড়ি ফেরার সময় তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ক্যানালে পড়ে যায় । স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে এক মহিলাকে উদ্ধার করেন । খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে । তারা এসে তিন জনের দেহ উদ্ধার করে । মৃতদের মধ্যে দু'জন ছেলে ও একজন মহিলা রয়েছে ।
মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । আহত ওই মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।