দিল্লি, 26 সেপ্টেম্বর : বাজার থেকে ব়্যানিটিডাইন জাতীয় সব ওষুধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল ওষুধ প্রস্তুকারী সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইন । চলতি মাসের শুরুতেই অ্যামেরিকার খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা USFDA জানায়, ব়্যানিটিডাইন জাতীয় ওষুধগুলো থেকে ক্যানসারের সম্ভাবনা রয়েছে । একটি গবেষণায় জানা গেছে ব়্যানিটিডাইন জাতীয় সমস্ত ওষুধেই NDMA (এন-নিটেওসোডিমিথাইল্যামিন) আছে, যার জেরে ক্যানসার হতে পারে । এই তথ্যের ভিত্তিতেই আজ থেকে ব়্যানিটিডাইন জাতীয় তাদের সমস্ত ওষুধ বাজার থেকে তুলে নিচ্ছে সংস্থাটি ।
সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে বলা হয়, "USFDA-র রিপোর্ট হাতে পাওয়ার পর ভারতে বিক্রি হওয়া জ়িনট্যাক ট্যাবলেটটিকে বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ভারতে এই ওষুধটি হায়দরাবাদের সারাকা ল্যাবে তৈরি করা হত । ব়্যানিটিডাইন ওষুধটির উৎপাদন বন্ধ রাখা হবে । ওষুধটির ক্ষতিকর দিকগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে ।"
উল্লেখ্য, গতকালই ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইনকে ব়্যানিটিডাইন জাতীয় ওষুধগুলিকে পরীক্ষা করার নির্দেশ দেয় । এরপর পরীক্ষা শুরু করে সংস্থাটি ।
সাধারণত বুক জ্বালা ও অ্যাসিডিটির ক্ষেত্রে চিকিৎসকরা রোগীদের জ়িনট্যাক (ব়্যানিটিডাইন জাতীয় ওষুধ) নিতে বলেন । বিশ্বের প্রয়োজনীয় ওষুধের তালিকাতেও রয়েছে এটি । ভারতে আরও কয়েকটি সংস্থা প্রায় 180টি আলাদা আলাদা ব্র্যান্ডে ব়্যানিটিডাইন জাতীয় ওষুধ তৈরি করে । তবে তারা এই বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, তা এখনও জানায়নি ।