ETV Bharat / bharat

হতে পারে ক্যানসার ! বাজার থেকে জ়িনট্যাক তুলে নিল GSK

একটি গবেষণায় জানা গেছে ব়্যানিটিডাইন জাতীয় সমস্ত ওষুধেই NDMA (এন-নিটেওসোডিমিথাইল্যামিন) আছে, যার জেরে ক্যানসার হতে পারে । এই তথ্যের ভিত্তিতেই আজ থেকে ব়্যানিটিডাইন জাতীয় তাদের সমস্ত ওষুধ বাজার থেকে তুলে নিচ্ছে সংস্থাটি ।

হতে পারে ক্যানসার বাজার থেকে জ়িনট্যাক তুলে নিল GSK
author img

By

Published : Sep 26, 2019, 2:08 PM IST

দিল্লি, 26 সেপ্টেম্বর : বাজার থেকে ব়্যানিটিডাইন জাতীয় সব ওষুধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল ওষুধ প্রস্তুকারী সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইন । চলতি মাসের শুরুতেই অ্যামেরিকার খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা USFDA জানায়, ব়্যানিটিডাইন জাতীয় ওষুধগুলো থেকে ক্যানসারের সম্ভাবনা রয়েছে । একটি গবেষণায় জানা গেছে ব়্যানিটিডাইন জাতীয় সমস্ত ওষুধেই NDMA (এন-নিটেওসোডিমিথাইল্যামিন) আছে, যার জেরে ক্যানসার হতে পারে । এই তথ্যের ভিত্তিতেই আজ থেকে ব়্যানিটিডাইন জাতীয় তাদের সমস্ত ওষুধ বাজার থেকে তুলে নিচ্ছে সংস্থাটি ।

সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে বলা হয়, "USFDA-র রিপোর্ট হাতে পাওয়ার পর ভারতে বিক্রি হওয়া জ়িনট্যাক ট্যাবলেটটিকে বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ভারতে এই ওষুধটি হায়দরাবাদের সারাকা ল্যাবে তৈরি করা হত । ব়্যানিটিডাইন ওষুধটির উৎপাদন বন্ধ রাখা হবে । ওষুধটির ক্ষতিকর দিকগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে ।"

উল্লেখ্য, গতকালই ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইনকে ব়্যানিটিডাইন জাতীয় ওষুধগুলিকে পরীক্ষা করার নির্দেশ দেয় । এরপর পরীক্ষা শুরু করে সংস্থাটি ।

সাধারণত বুক জ্বালা ও অ্যাসিডিটির ক্ষেত্রে চিকিৎসকরা রোগীদের জ়িনট্যাক (ব়্যানিটিডাইন জাতীয় ওষুধ) নিতে বলেন । বিশ্বের প্রয়োজনীয় ওষুধের তালিকাতেও রয়েছে এটি । ভারতে আরও কয়েকটি সংস্থা প্রায় 180টি আলাদা আলাদা ব্র্যান্ডে ব়্যানিটিডাইন জাতীয় ওষুধ তৈরি করে । তবে তারা এই বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, তা এখনও জানায়নি ।

দিল্লি, 26 সেপ্টেম্বর : বাজার থেকে ব়্যানিটিডাইন জাতীয় সব ওষুধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল ওষুধ প্রস্তুকারী সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইন । চলতি মাসের শুরুতেই অ্যামেরিকার খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা USFDA জানায়, ব়্যানিটিডাইন জাতীয় ওষুধগুলো থেকে ক্যানসারের সম্ভাবনা রয়েছে । একটি গবেষণায় জানা গেছে ব়্যানিটিডাইন জাতীয় সমস্ত ওষুধেই NDMA (এন-নিটেওসোডিমিথাইল্যামিন) আছে, যার জেরে ক্যানসার হতে পারে । এই তথ্যের ভিত্তিতেই আজ থেকে ব়্যানিটিডাইন জাতীয় তাদের সমস্ত ওষুধ বাজার থেকে তুলে নিচ্ছে সংস্থাটি ।

সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে বলা হয়, "USFDA-র রিপোর্ট হাতে পাওয়ার পর ভারতে বিক্রি হওয়া জ়িনট্যাক ট্যাবলেটটিকে বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ভারতে এই ওষুধটি হায়দরাবাদের সারাকা ল্যাবে তৈরি করা হত । ব়্যানিটিডাইন ওষুধটির উৎপাদন বন্ধ রাখা হবে । ওষুধটির ক্ষতিকর দিকগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে ।"

উল্লেখ্য, গতকালই ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইনকে ব়্যানিটিডাইন জাতীয় ওষুধগুলিকে পরীক্ষা করার নির্দেশ দেয় । এরপর পরীক্ষা শুরু করে সংস্থাটি ।

সাধারণত বুক জ্বালা ও অ্যাসিডিটির ক্ষেত্রে চিকিৎসকরা রোগীদের জ়িনট্যাক (ব়্যানিটিডাইন জাতীয় ওষুধ) নিতে বলেন । বিশ্বের প্রয়োজনীয় ওষুধের তালিকাতেও রয়েছে এটি । ভারতে আরও কয়েকটি সংস্থা প্রায় 180টি আলাদা আলাদা ব্র্যান্ডে ব়্যানিটিডাইন জাতীয় ওষুধ তৈরি করে । তবে তারা এই বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, তা এখনও জানায়নি ।

New York (USA), Sep 26 (ANI): Prime Minister Narendra Modi on September 25 met with top American CEOs in New York to bolster ties with businesses and attract investment in India. CEOs praised PM Modi to create more favourable investment climate in India. While speaking to ANI, Micron Corporation Chairman Bob Switz said, "It was a very positive meeting. The PM was soliciting inputs on things he can do to improve business in India. It was a very good conversation and very good comments were made." Mondelez International, CEO, Dirk Van De Put said, "We talked about changes he has been making and how ease of doing business is improving in India. He also asked CEOs on remarks on how India can progress more. India is probably the country that has the biggest future ahead of it."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.