ETV Bharat / bharat

কাশ্মীরে জোড়া গ্রেনেড হামলা, মৃত 2 - কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে গ্রেনেড হামলা

কাশ্মীরে ফের জঙ্গি হামলা । পর পর জঙ্গি হামলায় কেঁপে উঠল শ্রীনগর এবং অনন্তনাগ ৷ জোড়া গ্রেনেড হামলায় 2 জন জখম ও 2 জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে ৷ কোনও জঙ্গি সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি ।

kashmir university
কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের বাইরে গ্রেনেড হামলার ছবি
author img

By

Published : Nov 26, 2019, 4:38 PM IST

Updated : Nov 26, 2019, 6:21 PM IST

শ্রীনগর, 26 নভেম্বর : ফের বিস্ফোরণে কেঁপে উঠল উপত্যকা ৷ আজ দুপুর 2টো নাগাদ শ্রীনগরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের বাইরে গ্রেনেড হামলা হয় ৷ ঘটনায় 2 জন জখম হয়েছেন বলে সূত্র মারফত জানানো হয়েছে ৷

শুধু শ্রীনগরই নয় ৷ গ্রেনেড হামলা হয় কাশ্মীরের অনন্তনাগেও ৷ অনন্তনাগের পঞ্চায়েত ঘড় হাকুরাতেও আজ গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনায় জখম 2 জনকে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয় ৷

  • Jammu & Kashmir: The 2 civilians who were injured in a grenade attack in Panchayat Ghar Hakura, Anantnag, have succumbed to their injuries. https://t.co/UDC2SDc6NF

    — ANI (@ANI) November 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

26/11-র দিনে পরপর উপত্যকায় গ্রেনেড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষদের মধ্যে ৷ কোনও জঙ্গি সংগঠনই এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি ।

শ্রীনগর, 26 নভেম্বর : ফের বিস্ফোরণে কেঁপে উঠল উপত্যকা ৷ আজ দুপুর 2টো নাগাদ শ্রীনগরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের বাইরে গ্রেনেড হামলা হয় ৷ ঘটনায় 2 জন জখম হয়েছেন বলে সূত্র মারফত জানানো হয়েছে ৷

শুধু শ্রীনগরই নয় ৷ গ্রেনেড হামলা হয় কাশ্মীরের অনন্তনাগেও ৷ অনন্তনাগের পঞ্চায়েত ঘড় হাকুরাতেও আজ গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনায় জখম 2 জনকে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয় ৷

  • Jammu & Kashmir: The 2 civilians who were injured in a grenade attack in Panchayat Ghar Hakura, Anantnag, have succumbed to their injuries. https://t.co/UDC2SDc6NF

    — ANI (@ANI) November 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

26/11-র দিনে পরপর উপত্যকায় গ্রেনেড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষদের মধ্যে ৷ কোনও জঙ্গি সংগঠনই এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি ।

Mumbai, Nov 26 (ANI): The Supreme Court on Tuesday ordered that a floor test will be held in the Maharashtra Assembly before 5 pm on November 27. Speaking in the matter after the top Court verdict, former chief minister Prithviraj Chavan welcomed Supreme Court decision. He further said, "Tomorrow, at 11 am, members to take oath and at 5pm Pro-tem Speaker to hold Floor Test in Maharashtra Assembly. All 3 parties (Congress-NCP-Shiv Sena) are satisfied with the Supreme Court order. Devendra Fadnavis should resign today." The top court also ordered for the floor test to be telecast live.
Last Updated : Nov 26, 2019, 6:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.