দিল্লি, 17 জানুয়ারি : দেশের অধিকাংশ কৃষক ও কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত অন্য়ান্য় কর্মীরা নয়া কৃষি আইনের পক্ষে সমর্থন জানিয়েছে ৷ রবিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ৷ আর সেই কারণেই আগামী 19 জানুয়ারি কৃষক সংগঠনগুলির সঙ্গে এ নিয়ে বৈঠক ডাকা হয়েছে বলে জানালেন তিনি ৷ সরকার কৃষকদের সঙ্গে তাঁদের সব দাবিদাওয়া নিয়ে আলোচনা করতে রাজি রয়েছে বলে জানিয়েছেন তিনি ৷
এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, ‘‘আমরা আন্দোলনকারী কৃষকদের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছি ৷ যেখানে কৃষকদের মান্ডি ও ব্য়বসার শংসাপত্রের উপর তাদের মতামত সম্পর্কে আলোচনা করতে রাজি হয়েছি ৷ এমনকি সরকার কৃষি জমির গোড়া পোড়ানো সহ বিদ্যুৎ সবকিছুর উপর আলোচনা করতে রাজি রয়েছে ৷ কিন্তু, কৃষক সংগঠনগুলি আইন প্রত্য়াহারে দাবিতেই অনড় রয়েছে ৷’’
আরও পড়ুন : কৃষকদের আয় বৃদ্ধিতে সাহায্য় করবে নতুন কৃষি আইন : অমিত শাহ
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘‘কৃষক সংগঠনগুলি তাদের অবস্থান থেকে সরতেই চাইছে না ৷ তাঁরা শুধুমাত্র আইন প্রত্যাহারের দাবিই জানিয়ে চলেছে ৷ যখন সরকার একচি আইন লাগু করে, তখন সেটা গোটা দেশের ক্ষেত্রে লাগু হয় ৷ বেশিরভাগ কৃষক, শিক্ষানবিশ, বিজ্ঞানী এবং যাঁরা কৃষির অন্য়ান্য় ক্ষেত্রে কাজ করছে, সবাই এই আইনের পক্ষে রয়েছেন ৷ তা সত্ত্বেও সরকার আইনে সংশোধন আনতে তৈরি রয়েছে ৷’’ তিনি এও বলেন, সুপ্রিম কোর্ট নয়া কৃষি আইনে স্থগিতাদেশ দেওয়ার পরেও, আইন প্রত্য়াহার করে নেওয়ার দাবি জানানোর কোনও প্রশ্নই আসে না ৷ তিনি আশা করেন কৃষক সংগঠনগুলি সরকারের সঙ্গে বসে, আইনের প্রতিটি ধারা-উপধারা নিয়ে আলোচনা করুক ৷ তারপর সরকারকে সুযোগ দিক সেই আইনে সংশোধন আনার ৷ তবে, আগামী 19 জানুয়ারি সরকারের এই আবেদনে কৃষকরা সারা দেন কি না, তা সময়ই বলবে ৷