দিল্লি, ১ মার্চ : ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগে জামাত-ই-ইসলামি (জম্মু ও কাশ্মীর) সংগঠনকে নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে সংগঠনটিকে নিষিদ্ধ করা হল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবিলম্বে জামাত-ই-ইসলামির বেআইনি কার্যকলাপ দমন না করলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সংগঠনটি জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদ আন্দোলনকে সমর্থন করে সন্ত্রাসবাদে ইন্ধন দিচ্ছে।
উল্লেখ্য, গত সপ্তাহে এই বিতর্কিত সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রায় ৩০ জন নেতাকে গ্রেপ্তার করা হয়। অনন্তনাগ, পহেলগাম, ত্রাল সহ একাধিক এলাকা থেকে সংগঠনের একাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সংস্থাগুলির তরফে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরে পাকিস্তানপন্থী ও ভারত বিরোধী কার্যকলাপের মূলে রয়েছে জামাত। যদিও সেই অভিযোগ নাকচ করে সংগঠনটির দাবি, রাজ্যে ফের অনিশ্চয়তার আবহ তৈরি করার জন্য তাদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।