ETV Bharat / bharat

বাধ্যতামূলক ফাস্ট-ট্যাগের সময়সীমা 15 ডিসেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্র - জাতীয় সড়কে চালু ফাস্ট-ট্যাগ

15 ডিসেম্বর পর্যন্ত বাধ্যতামূলক ফাস্ট-ট্যাগের সময়সীমা বাড়ানো হয়েছে ৷ দেশের সমস্ত জাতীয় সড়কের টোল প্লাজ়াগুলিতে 100 শতাংশ বৈদ্যুতিন টোল সংগ্রহের জন্য 1 ডিসেম্বর থেকে ফাস্ট-ট্যাগ চালু করার কথা ঘোষণা করেছিল জাতীয় সড়ক ও পরিবহন মন্ত্রক ৷

ফাস্ট-ট্যাগ
ফাস্ট-ট্যাগ
author img

By

Published : Nov 29, 2019, 11:00 PM IST

দিল্লি, 29 নভেম্বর : দেশের সমস্ত জাতীয় সড়কের টোল প্লাজ়াগুলিতে 100 শতাংশ বৈদ্যুতিন টোল সংগ্রহের জন্য 1 ডিসেম্বর থেকে ফাস্ট-ট্যাগ চালু করার কথা ঘোষণা করেছিল জাতীয় সড়ক ও পরিবহন মন্ত্রক ৷ তবে, আজ সেই সময়সীমা দু'সপ্তাহ বাড়াল মন্ত্রক ৷ 15 ডিসেম্বর পর্যন্ত বাধ্যতামূলক এই ফাস্ট-ট্যাগের সময়সীমা বাড়ানো হয়েছে ৷

ফাস্ট-ট্যাগের স্টিকারটি গাড়ির উইন্ড স্ক্রিনে লাগানো থাকবে ৷ এই স্টিকারে থাকবে রেডিয়ো ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন টেকনোলজি ৷ এর সঙ্গে যুক্ত প্রিপেইড অ্যাকাউন্ট থেকে সরাসরি টোল কর দেওয়া যাবে ৷ এর সাহায্যে খুব সহজেই অনলাইনে টাকা দিয়ে প্লাজ়াগুলি পেরোতে পারবেন সকলে ৷

আরও পড়ুন : 1 ডিসেম্বর থেকে সমস্ত জাতীয় সড়কে চালু ফাস্ট-ট্যাগ

টোল প্লাজ়াগুলিতে যানজট দূর করতে ও নগদহীন টাকা প্রদানের মাধ্যমে দেশব্যাপী অন্তর্চালিত বৈদ্যুতিন টোল সংগ্রহ পরিষেবা শুরু করতেই এই ফাস্ট-ট্যাগ ৷ এটি ব্যবহার করে টাকা দিলে গ্রাহকরা বা গাড়ির মালিকরা 10 শতাংশ ক্যাশব্যাকও পেতে পারেন ৷

আরও পড়ুন : ফাস্ট-ট্যাগ রেজিস্ট্রেশন নিয়ে সমস্যায় সেকেন্ড হ্যান্ড গাড়ির মালিকরা

চলতি বছরের 1 ডিসেম্বরের মধ্যে জাতীয় সড়কের টোল প্লাজ়ার সমস্ত রাস্তাকে (লেন) ফাস্ট-ট্যাগ লেন হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছিল জাতীয় সড়ক ও পরিবহন মন্ত্রক ৷ আজ সেই তারিখ পিছিয়ে 15 ডিসেম্বর করা হয় ৷

দিল্লি, 29 নভেম্বর : দেশের সমস্ত জাতীয় সড়কের টোল প্লাজ়াগুলিতে 100 শতাংশ বৈদ্যুতিন টোল সংগ্রহের জন্য 1 ডিসেম্বর থেকে ফাস্ট-ট্যাগ চালু করার কথা ঘোষণা করেছিল জাতীয় সড়ক ও পরিবহন মন্ত্রক ৷ তবে, আজ সেই সময়সীমা দু'সপ্তাহ বাড়াল মন্ত্রক ৷ 15 ডিসেম্বর পর্যন্ত বাধ্যতামূলক এই ফাস্ট-ট্যাগের সময়সীমা বাড়ানো হয়েছে ৷

ফাস্ট-ট্যাগের স্টিকারটি গাড়ির উইন্ড স্ক্রিনে লাগানো থাকবে ৷ এই স্টিকারে থাকবে রেডিয়ো ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন টেকনোলজি ৷ এর সঙ্গে যুক্ত প্রিপেইড অ্যাকাউন্ট থেকে সরাসরি টোল কর দেওয়া যাবে ৷ এর সাহায্যে খুব সহজেই অনলাইনে টাকা দিয়ে প্লাজ়াগুলি পেরোতে পারবেন সকলে ৷

আরও পড়ুন : 1 ডিসেম্বর থেকে সমস্ত জাতীয় সড়কে চালু ফাস্ট-ট্যাগ

টোল প্লাজ়াগুলিতে যানজট দূর করতে ও নগদহীন টাকা প্রদানের মাধ্যমে দেশব্যাপী অন্তর্চালিত বৈদ্যুতিন টোল সংগ্রহ পরিষেবা শুরু করতেই এই ফাস্ট-ট্যাগ ৷ এটি ব্যবহার করে টাকা দিলে গ্রাহকরা বা গাড়ির মালিকরা 10 শতাংশ ক্যাশব্যাকও পেতে পারেন ৷

আরও পড়ুন : ফাস্ট-ট্যাগ রেজিস্ট্রেশন নিয়ে সমস্যায় সেকেন্ড হ্যান্ড গাড়ির মালিকরা

চলতি বছরের 1 ডিসেম্বরের মধ্যে জাতীয় সড়কের টোল প্লাজ়ার সমস্ত রাস্তাকে (লেন) ফাস্ট-ট্যাগ লেন হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছিল জাতীয় সড়ক ও পরিবহন মন্ত্রক ৷ আজ সেই তারিখ পিছিয়ে 15 ডিসেম্বর করা হয় ৷

New Delhi, Nov 29 (ANI): DMK leaders staged protest in front of Mahatma Gandhi statute in the Parliament premises on November 29. The protest was over Kashmir issue. DMK leader Kanimozhi also participated in the protest.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.