দিল্লি, 4 জুলাই : আপনার অজান্তেই আপনার পাসওয়ার্ড ফাঁস হচ্ছে । একেবারেই নিরাপদে নেই ফোনের তথ্য । এরকমই কিছু কারণে এবার 25 অ্যান্ড্রয়েড অ্যাপ সরাল গুগল । গতমাসেই প্লে স্টোর থেকে 50 টির বেশি অ্যাপ সরিয়ে দিয়েছিল গুগল । এবার আরও 25টি । তালিকায় রয়েছে, জাঙ্ক ফাইল ক্লিনিং, আই ওয়াল পেপার, ক্লাসিক কার্ড গেম, কম্পোজ়িট Z ইত্যাদি ।
এনিয়ে মাস খানেক আগেই ফরাসি সাইবার সিকিওরিটি ফার্ম এভিনা একটি বিস্তারিত তথ্যও দেয় । সেখানে বলা হয়, নানা ধরনের অ্যাডওয়ারের মাধ্যমে এই অ্যাপগুলি ডিভাইসের অধিকাংশ জায়গা অধিকার করে নেয় । পরে বিভ্রান্তিকর তথ্য ও অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দিয়ে ব্যবহারকারীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় । ভুল করে এই অপ্রয়োজনীয় লিঙ্কগুলিতে ক্লিক করলেই বিপদের সম্ভাবনা প্রবল । এছাড়াও এগুলির মধ্যে নানা মালওয়্যার ভাইরাস লুকিয়ে থাকে, যা সাধারণত ফেসবুক ব্যবহারকারীদের টার্গেট করে এবং আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য তুলে দেয় হ্যাকারদের হাতে । সংশ্লিষ্ট অ্যাপগুলির সঙ্গে একটি হিডেন কোডও এম্বেড করা থাকে । ব্যবহারকারীরা অ্যাপটি ইনস্টল করা মাত্রই এই হিডেন কোডগুলি তাদের তথ্য পাচারের কাজ শুরু করে দেয় । তার ভিত্তিতে গুগলের অ্যাপ সরানোর এই পদক্ষেপ শুরু ।
সেই সূত্র ধরেই আরও 25টি অ্যাপ সরাল গুগল । এবার থেকে প্লে স্টোরে গিয়ে এই অ্যাপগুলি আর ডাউনলোড করা যাবে না ।