ETV Bharat / bharat

ভারতের ডিজিটাইজেশনে 75000 কোটির বিনিয়োগের ঘোষণা গুগলের CEO-র

author img

By

Published : Jul 13, 2020, 6:53 PM IST

আগামী পাঁচ থেকে সাত বছরে প্রায় 75,000 কোটি টাকা ভারতের ডিজিটাইজেশনে বিনিয়োগ করবে গুগল । এরজন্য আজ গুগল ফর ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ডের ঘোষণা করলেন গুগলের CEO সুন্দর পিচাই ।

Google investing in india
Google investing in india

দিল্লি, 13 জুলাই : ভারতে বিনিয়োগ করতে চলেছে গুগল । আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর একথা জানালেন গুগলের CEO সুন্দর পিচাই । আগামী 5 থেকে সাত বছরে প্রায় 75,000 কোটি টাকা বিনিয়োগ করবে গুগল । এরজন্য আজ গুগল ফর ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ডের ঘোষণা করলেন গুগলের CEO ।

"ভারতের জন্য ডিজিটাইজেশন ফান্ডের ঘোষণা করে আমি খুশি । ইকুইটি বিনিয়োগ, পার্টনারশিপের মাধ্যমে আমরা বিনিয়োগ করব । এটা ভারতের ভবিষ্যৎ এবং ডিজিটাল অর্থনীতির প্রতি আমাদের আস্থার প্রতিচ্ছবি ।" গুগল ফর ইন্ডিয়া ভার্চুয়াল কনফারেন্স মঞ্চ থেকে আজ একথা বলেন সুন্দর পিচাই ।

  • I was delighted to know more about the efforts of @Google in several sectors, be it in education, learning, @_DigitalIndia, furthering digital payments and more. @sundarpichai

    — Narendra Modi (@narendramodi) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ডিজিটাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ চারটি ক্ষেত্রে মূলত বিনিয়োগ করা হবে । এর মধ্যে প্রথমটি হল, প্রত্যেক ভারতীয় যাতে নিজের ভাষায় প্রয়োজনীয় সব রকম তথ্য পান । দ্বিতীয়টি হল, ভারতের চাহিদার সঙ্গে প্রাসঙ্গিক এমন নতুন প্রডাক্ট ও পরিষেবা তৈরিতে জোর । তিন নম্বরটি হল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির ক্ষমতায়ন যাতে প্রয়োজনে ডিজিটালে রূপান্তরিত হতে পারে । আর সব শেষে স্বাস্থ্য, কৃষি ও শিক্ষার মতো ক্ষেত্রে সমাজের ভালোর জন্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি ও প্রয়োগ । জানালেন গুগলের CEO ।

  • During our interaction, @sundarpichai and I spoke about the new work culture that is emerging in the times of COVID-19. We discussed the challenges the global pandemic has brought to areas such as sports. We also talked about the importance of data security and cyber safety.

    — Narendra Modi (@narendramodi) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে আজ টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, গুগলের CEO সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে । কোরোনা পরিস্থিতিতে ওয়ার্ক কালচার কী হওয়া উচিত থেকে শুরু করে ডেটা সুরক্ষা, সাইবার সুরক্ষা বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ।

  • This morning, had an extremely fruitful interaction with @sundarpichai. We spoke on a wide range of subjects, particularly leveraging the power of technology to transform the lives of India’s farmers, youngsters and entrepreneurs. pic.twitter.com/IS9W24zZxs

    — Narendra Modi (@narendramodi) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 13 জুলাই : ভারতে বিনিয়োগ করতে চলেছে গুগল । আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর একথা জানালেন গুগলের CEO সুন্দর পিচাই । আগামী 5 থেকে সাত বছরে প্রায় 75,000 কোটি টাকা বিনিয়োগ করবে গুগল । এরজন্য আজ গুগল ফর ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ডের ঘোষণা করলেন গুগলের CEO ।

"ভারতের জন্য ডিজিটাইজেশন ফান্ডের ঘোষণা করে আমি খুশি । ইকুইটি বিনিয়োগ, পার্টনারশিপের মাধ্যমে আমরা বিনিয়োগ করব । এটা ভারতের ভবিষ্যৎ এবং ডিজিটাল অর্থনীতির প্রতি আমাদের আস্থার প্রতিচ্ছবি ।" গুগল ফর ইন্ডিয়া ভার্চুয়াল কনফারেন্স মঞ্চ থেকে আজ একথা বলেন সুন্দর পিচাই ।

  • I was delighted to know more about the efforts of @Google in several sectors, be it in education, learning, @_DigitalIndia, furthering digital payments and more. @sundarpichai

    — Narendra Modi (@narendramodi) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ডিজিটাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ চারটি ক্ষেত্রে মূলত বিনিয়োগ করা হবে । এর মধ্যে প্রথমটি হল, প্রত্যেক ভারতীয় যাতে নিজের ভাষায় প্রয়োজনীয় সব রকম তথ্য পান । দ্বিতীয়টি হল, ভারতের চাহিদার সঙ্গে প্রাসঙ্গিক এমন নতুন প্রডাক্ট ও পরিষেবা তৈরিতে জোর । তিন নম্বরটি হল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির ক্ষমতায়ন যাতে প্রয়োজনে ডিজিটালে রূপান্তরিত হতে পারে । আর সব শেষে স্বাস্থ্য, কৃষি ও শিক্ষার মতো ক্ষেত্রে সমাজের ভালোর জন্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি ও প্রয়োগ । জানালেন গুগলের CEO ।

  • During our interaction, @sundarpichai and I spoke about the new work culture that is emerging in the times of COVID-19. We discussed the challenges the global pandemic has brought to areas such as sports. We also talked about the importance of data security and cyber safety.

    — Narendra Modi (@narendramodi) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে আজ টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, গুগলের CEO সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে । কোরোনা পরিস্থিতিতে ওয়ার্ক কালচার কী হওয়া উচিত থেকে শুরু করে ডেটা সুরক্ষা, সাইবার সুরক্ষা বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ।

  • This morning, had an extremely fruitful interaction with @sundarpichai. We spoke on a wide range of subjects, particularly leveraging the power of technology to transform the lives of India’s farmers, youngsters and entrepreneurs. pic.twitter.com/IS9W24zZxs

    — Narendra Modi (@narendramodi) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.