ওয়াঘা, ২ মার্চ : পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর অনুমতি মিলতেই জ়িরো পয়েন্টের দিকে হাঁটা লাগালেন। ধীরস্থির ভঙ্গিতে এগিয়ে এলেন ভারতীয় ভূ-খণ্ডের কাছে। গায়ে নেভি ব্লু ব্লেজ়ার, সাদা জামা, ছাই ট্রাউজ়ার। মুখে ধকলের প্রতিচ্ছবি স্পষ্ট। তারই মধ্যে শক্ত চোয়াল। আবেগের বহিঃপ্রকাশ নেই। গত দু'দিন ধরেই তাঁর মানসিক দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় পেয়েছে দেশের মানুষ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে রাত ৯টা ২১ মিনিটে দেশের মাটিতে পা রাখেন উইং কমান্ডার। ৫৮ ঘণ্টা পর দেশে ফিরে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের প্রথম প্রতিক্রিয়া ছিল, "নিজের দেশে ফিরে ভালো লাগছে।"
পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযানের পর বুধবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি বায়ুসেনার একটি F-১৬ যুদ্ধবিমান। সেটিকে পালটা তাড়া করে ভারতীয় বায়ুসেনার কয়েকটি বিমান। এর মধ্যে একটি MiG-২১ বাইসন বিমান চালাচ্ছিলেন অভিনন্দন। তিনি পাকিস্তানি বায়ুসেনার একটি F-১৬ বিমানকে ঘায়েল করেন। কিন্তু পাকিস্তানের বিমানের পালটা মিজ়াইল হানায় অভিনন্দনের বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অভিনন্দন বিমান থেকে প্যারাসুটে ঝাঁপ দেন। কিন্তু, হাওয়ার গতি বিপরীতমুখী থাকায় তিনি ভারতের দিকে না গিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ল্যান্ড করেন। সেখানে পাকিস্তানের সেনা তাঁকে নিজেদের হেপাজতে নেয়। অভিনন্দনের রক্তাক্ত মুখের একটি ভিডিয়ো পাক সেনার তরফে প্রকাশ করার পর পাকিস্তানের বিরুদ্ধে জেনেভা কনভেনশন চুক্তিভঙ্গের অভিযোগ তোলে ভারত। অবশ্য বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, অভিনন্দনকে ছেড়ে দেওয়া হবে।
সেই মোতাবেক গতকাল সকাল থেকেই তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল দেশবাসী। কিন্তু, দু'বার পিছিয়ে দেওয়া হয় দেশে ফেরার মাহেন্দ্রক্ষণ। দু'দিনের বেশি সময় ধরে যে কূটনৈতিক যুদ্ধ চলেছে, তা জারি থাকে সন্ধ্যার পরও। অবশেষে রাত ৯টা ২১ মিনিটে দেশের মাটিতে পা রাখেন অভিনন্দন বর্তমান। সকাল থেকে উৎকন্ঠার ছবি আনন্দে বদলে যায়। তারপর ভারতীয় বায়ুসেনার তরফে এয়ার ভাইস মার্শাল আর জি কে কাপুর বলেন, "উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন তাঁর মেডিকেল চেক আপ হবে। এটা রুটিন চেক আপ। তিনি ফিরে আসায় আমরা খুশি।"