আহমেদাবাদ : আরও একটি দৃষ্টান্ত । এবার গুজরাত । কলেজের ডিগ্রি নেই । কিন্তু প্রচুর টাকা উপার্জন সম্ভব । প্রমাণ করলেন গুজরাতের বিমলাবেন রভাল ।
ক্লাস সেভেনের পর পরিস্থিতির চাপে আর পড়াশোনা করা সম্ভব হয়নি বিমলাবেনের । 13 বছর বয়স থেকে সবজি বিক্রি করা শুরু করেছিলেন । জানতেন না এই ব্যবসার ভবিষ্যৎ কী । কিন্তু একদিন সাফল্য তাঁর পাশে এসে দাঁড়ায় ।
মাত্র 13 বছর বয়সে একটি ঠেলা গাড়িতে সবজি বিক্রি শুরু করেছিলেন বিমলাবেন। তারপর সবজির দোকান তৈরি করেন । ব্যবসায় অল্প অল্প টাকা বিনিয়োগ করেন । ব্যবসাটা বড় করেন । আর এখন প্রত্যেক মাসে এক লাখ টাকা উপার্জন করেন তিনি । নিজের উপার্জনে তৈরি করেছেন বাড়িও ।
এখনও প্রতিদিন ভোর 4টেয় দিন শুরু হয় বিমলাবেন দেবীর । আহমেদাবাদের জামালপুর এবং কালুপুরেক পাইকারি সবজি বাজারে গিয়ে প্রতিদিনের সবজি কিনে আনেন । সবজির চাহিদা সামাল দিতে সম্প্রতি একটি ছোটো ট্রাক কিনেছেন । ব্যবসায় যোগ দিয়েছেন তাঁর ছেলে এবং নাতনিও । প্রতিমাসে তাঁর পরিবারের রোজগার 1 লাখ থেকে 1 লাখ 25 হাজার টাকা ।