ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীকে "ইডিয়ট" বলে টুইট, বরখাস্ত গো এয়ারের পাইলট - প্রধানমন্ত্রীকে ইডিয়ট বললেন পাইলট

প্রথমে প্রধানমন্ত্রীকে "ইডিয়ট" বলে টুইট । তারপর সেটি ডিলিট করে ক্ষমাপ্রার্থনা করে নতুন টুইট । এরপর গো এয়ার উড়ান সংস্থার তরফে জানানো হয়, ওই পাইলটকে বরখাস্ত করা হয়েছে ।

গো এয়ার
গো এয়ার
author img

By

Published : Jan 10, 2021, 11:25 AM IST

দিল্লি, 10 জানুয়ারি : টুইটারে প্রধানমন্ত্রীকে "ইডিয়ট" বলেছিলেন । আর এর জেরে কাজ খোয়ালেন এক সিনিয়র পাইলট । তাঁকে বরখাস্ত করেছে উড়ান সংস্থা গো এয়ার ।

টুইটারে বৃহস্পতিবার তিনি লিখেছিলেন, "প্রধানমন্ত্রী একজন ইডিয়ট । আপনিও পরিবর্তে একই বলতে পারেন । সেটা ঠিক আছে । আমি কিছু মনে করব না । কারণ আমি প্রধানমন্ত্রী নই । কিন্তু প্রধানমন্ত্রী একজন ইডিয়ট ।" পরে অবশ্য তিনি টুইটটি ডিলিট করেন ও নিজের টুইটার হ্যান্ডেল লক করে দেন ।

সেই দিনই তিনি ক্ষমা চেয়ে অন্য একটি টুইট করেন । সেখানে লেখেন, "প্রধানমন্ত্রীকে নিয়ে আমার টুইটের জন্য বা আমার অন্য আক্রমণাত্মক টুইটগুলি, যেগুলি কারও আবেগ-অনুভুতিকে আঘাত দিতে পারে, তার জন্য আমি ক্ষমা চাইছি । আমি জানাতে চাই আমার টুইটগুলির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গো এয়ার উড়ান সংস্থার কোনও যোগাযোগ নেই । টুইটগুলি একান্তই আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে ছিল ।"

আরও পড়ুন : মাঝ আকাশে ধোঁয়া, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানের

গো এয়ারের-এর এক মুখপাত্র আজ ওই পাইলটকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানিয়েছেন, "গো এয়ার এগুলিকে একেবারেই বরদাস্ত করে না । গো এয়ারের প্রত্যেক কর্মীকে সংস্থার নিয়োগ সংক্রান্ত নিয়ম ও নীতি বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে । এর মধ্যে রয়েছে সোশাল মিডিয়ায় আচরণবিধিও । কোনও একজন কর্মী ব্যক্তিগত স্তরে কী মন্তব্য করলেন তার সঙ্গে গো এয়ার কোনওভাবেই জড়িত নয় । গো এয়ার ওই ক্যাপ্টেনকে তাৎক্ষণিক নোটিসে বরখাস্ত করেছে ।"

দিল্লি, 10 জানুয়ারি : টুইটারে প্রধানমন্ত্রীকে "ইডিয়ট" বলেছিলেন । আর এর জেরে কাজ খোয়ালেন এক সিনিয়র পাইলট । তাঁকে বরখাস্ত করেছে উড়ান সংস্থা গো এয়ার ।

টুইটারে বৃহস্পতিবার তিনি লিখেছিলেন, "প্রধানমন্ত্রী একজন ইডিয়ট । আপনিও পরিবর্তে একই বলতে পারেন । সেটা ঠিক আছে । আমি কিছু মনে করব না । কারণ আমি প্রধানমন্ত্রী নই । কিন্তু প্রধানমন্ত্রী একজন ইডিয়ট ।" পরে অবশ্য তিনি টুইটটি ডিলিট করেন ও নিজের টুইটার হ্যান্ডেল লক করে দেন ।

সেই দিনই তিনি ক্ষমা চেয়ে অন্য একটি টুইট করেন । সেখানে লেখেন, "প্রধানমন্ত্রীকে নিয়ে আমার টুইটের জন্য বা আমার অন্য আক্রমণাত্মক টুইটগুলি, যেগুলি কারও আবেগ-অনুভুতিকে আঘাত দিতে পারে, তার জন্য আমি ক্ষমা চাইছি । আমি জানাতে চাই আমার টুইটগুলির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গো এয়ার উড়ান সংস্থার কোনও যোগাযোগ নেই । টুইটগুলি একান্তই আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে ছিল ।"

আরও পড়ুন : মাঝ আকাশে ধোঁয়া, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানের

গো এয়ারের-এর এক মুখপাত্র আজ ওই পাইলটকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানিয়েছেন, "গো এয়ার এগুলিকে একেবারেই বরদাস্ত করে না । গো এয়ারের প্রত্যেক কর্মীকে সংস্থার নিয়োগ সংক্রান্ত নিয়ম ও নীতি বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে । এর মধ্যে রয়েছে সোশাল মিডিয়ায় আচরণবিধিও । কোনও একজন কর্মী ব্যক্তিগত স্তরে কী মন্তব্য করলেন তার সঙ্গে গো এয়ার কোনওভাবেই জড়িত নয় । গো এয়ার ওই ক্যাপ্টেনকে তাৎক্ষণিক নোটিসে বরখাস্ত করেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.