ETV Bharat / bharat

দিল্লিতে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত 2 - Death

দিল্লিতে ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ বহুতল ৷ মৃত্যু হয়েছে দুজনের ৷

ছবি সৌজন্যে : টুইটার ANI
author img

By

Published : Sep 3, 2019, 7:11 AM IST

দিল্লি, 3 সেপ্টেম্বর : দিল্লিতে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে এক যুবতি সহ মৃত্যু হল দুজনের ৷ আহত হয়েছেন কয়েকজন ৷ এখনও কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা উদ্ধারকারীদের ৷

গতরাত সাড়ে 11টা নাগাদ উত্তর-পূর্ব দিল্লির সিলামপুরের একটি নির্মীয়মাণ চারতলা বাড়ি ভেঙে পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের 6টি ইঞ্জিন ৷ উদ্ধার করা হয় যুবতি সহ দুজনের মৃতদেহ ৷ মৃত যুবতির নাম হিনা (22) ৷ আহত হয়েছেন কয়েকজন ৷ এক পুলিশ আধিকারিক জানান, এখনও পর্যন্ত 6 জনকে বের করা হয়েছে ৷ চলছে উদ্ধারকাজ ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বহুতলটির নিচের তলায় এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি ৷

দিল্লি, 3 সেপ্টেম্বর : দিল্লিতে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে এক যুবতি সহ মৃত্যু হল দুজনের ৷ আহত হয়েছেন কয়েকজন ৷ এখনও কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা উদ্ধারকারীদের ৷

গতরাত সাড়ে 11টা নাগাদ উত্তর-পূর্ব দিল্লির সিলামপুরের একটি নির্মীয়মাণ চারতলা বাড়ি ভেঙে পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের 6টি ইঞ্জিন ৷ উদ্ধার করা হয় যুবতি সহ দুজনের মৃতদেহ ৷ মৃত যুবতির নাম হিনা (22) ৷ আহত হয়েছেন কয়েকজন ৷ এক পুলিশ আধিকারিক জানান, এখনও পর্যন্ত 6 জনকে বের করা হয়েছে ৷ চলছে উদ্ধারকাজ ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বহুতলটির নিচের তলায় এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি ৷

Kingston (Jamaica), Sep 03 (ANI): India defeated West Indies by 257 runs on the fourth day of the second Test in Jamaica's Kingston at Sabrina Park. With this win, India has won the two-match series 2-0 and they have moved to the top of World Test Championship standing with 120 points. This win is the eighth consecutive series victory for India over Windies. Speaking to mediapersons, Indian captain Virat Kohli said, "We came back really nicely into the game. As a test team we are placed very nicely. I am very confident about how we are going about our things."

For All Latest Updates

TAGGED:

DiedDeath
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.