ETV Bharat / bharat

কোরোনা আক্রান্তদের শরীরে অতিরিক্ত অক্সিজেন জোগাচ্ছে গিলিয়াড সায়েন্সেসের রেমডেসিভির

অ্যামেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটিভের কাছ থেকে ড্রাগ রেমডেসিভিরের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পায় গিলিয়াড সায়েন্সেস । ওষুধ প্রয়োগে দেখা যায়, অন্যান্য ক্ষেত্রে যেখানে কোরোনায় আক্রান্ত রোগীদের সুস্থ হতে 15 দিন লাগছে, সেখানে এক্ষেত্রে 11 দিন লাগছে ।

ছবি
ছবি
author img

By

Published : May 25, 2020, 5:27 PM IST

হায়দরাবাদ, 25 মে : নিজেদের তৈরি ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পেল গিলিয়াড সায়েন্সেস । ওষুধটি কোরোনা রোগীদের শরীরে অতিরিক্ত অক্সিজেন জোগাতে সাহায্য করছে । যার ফলে আলাদা করে ভেন্টিলেটরের প্রয়োজন নেই । শুক্রবার এমনই জানাল অ্যামেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ।

অ্যামেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটিভের কাছ থেকে ড্রাগ রেমডেসিভিরের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পায় গিলিয়াড সায়েন্সেস । ওষুধ প্রয়োগে দেখা যায়, অন্যান্য ক্ষেত্রে যেখানে কোরোনায় আক্রান্ত রোগীদের সুস্থ হতে 15 দিন লাগছে, সেখানে এক্ষেত্রে 11 দিন লাগছে । একজনকে প্লেসিবো দ্বারা চিকিৎসা করা হচ্ছে। দেখা যাচ্ছে, তাঁর ক্ষেত্রে সুস্থ হতে যতটা সময় লাগছে, তার থেকে অনেক কম সময় লাগছে রেমডেসিভির প্রয়োগ করা হয়েছে এমন রোগীদের সুস্থ হতে । 10 টা দেশের 1063 জন রোগীর উপর পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে ।

কোরোনা ভাইরাস সাধারণত ফুসফুসে আক্রমণ করে । যার জেরে শরীরে অক্সিজেন কমতে থাকে এবং শ্বাস নিতে কষ্ট হয় । এক্ষেত্রে অতিরিক্ত ভেন্টিরেলটরের ব্যবহারে রোগীকে সুস্থ করা যেতে পারে । কিন্তু যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে বিশ্বে তাতে সব দেশে এত সংখ্যক রোগীকে সুস্থ করার মতো ভেন্টিলেটর পরিকাঠামোযুক্ত হাসপাতাল নেই । সেসব ক্ষেত্রে সাহায্য করতে পারে এই রেমডেসিভির ওষুধ ।

গবেষকরা দেখেছেন, এই ওষুধ প্রয়োগে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার পাশাপাশি সুস্থ হয়ে ওঠার রোগীর সংখ্যাও বেড়েছে । তবে তাঁরা লক্ষ্য করেছেন যে, শুধু রেমডেসিভির দিলেই কোরোনামুক্ত করা সম্ভব নয় । এর জন্য কোরোনা আক্রান্ত রোগীদের অ্যান্টি-ভাইরালও দিতে হবে ।

প্রসঙ্গত, 8 মে ন্যাশনাস ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজ়িজ় এই রেমডেসিভিরের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে ।

হায়দরাবাদ, 25 মে : নিজেদের তৈরি ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পেল গিলিয়াড সায়েন্সেস । ওষুধটি কোরোনা রোগীদের শরীরে অতিরিক্ত অক্সিজেন জোগাতে সাহায্য করছে । যার ফলে আলাদা করে ভেন্টিলেটরের প্রয়োজন নেই । শুক্রবার এমনই জানাল অ্যামেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ।

অ্যামেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটিভের কাছ থেকে ড্রাগ রেমডেসিভিরের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পায় গিলিয়াড সায়েন্সেস । ওষুধ প্রয়োগে দেখা যায়, অন্যান্য ক্ষেত্রে যেখানে কোরোনায় আক্রান্ত রোগীদের সুস্থ হতে 15 দিন লাগছে, সেখানে এক্ষেত্রে 11 দিন লাগছে । একজনকে প্লেসিবো দ্বারা চিকিৎসা করা হচ্ছে। দেখা যাচ্ছে, তাঁর ক্ষেত্রে সুস্থ হতে যতটা সময় লাগছে, তার থেকে অনেক কম সময় লাগছে রেমডেসিভির প্রয়োগ করা হয়েছে এমন রোগীদের সুস্থ হতে । 10 টা দেশের 1063 জন রোগীর উপর পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে ।

কোরোনা ভাইরাস সাধারণত ফুসফুসে আক্রমণ করে । যার জেরে শরীরে অক্সিজেন কমতে থাকে এবং শ্বাস নিতে কষ্ট হয় । এক্ষেত্রে অতিরিক্ত ভেন্টিরেলটরের ব্যবহারে রোগীকে সুস্থ করা যেতে পারে । কিন্তু যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে বিশ্বে তাতে সব দেশে এত সংখ্যক রোগীকে সুস্থ করার মতো ভেন্টিলেটর পরিকাঠামোযুক্ত হাসপাতাল নেই । সেসব ক্ষেত্রে সাহায্য করতে পারে এই রেমডেসিভির ওষুধ ।

গবেষকরা দেখেছেন, এই ওষুধ প্রয়োগে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার পাশাপাশি সুস্থ হয়ে ওঠার রোগীর সংখ্যাও বেড়েছে । তবে তাঁরা লক্ষ্য করেছেন যে, শুধু রেমডেসিভির দিলেই কোরোনামুক্ত করা সম্ভব নয় । এর জন্য কোরোনা আক্রান্ত রোগীদের অ্যান্টি-ভাইরালও দিতে হবে ।

প্রসঙ্গত, 8 মে ন্যাশনাস ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজ়িজ় এই রেমডেসিভিরের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.