গাজিপুর, 27 এপ্রিল : কোরোনা প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন । যার জেরে বন্ধ রয়েছে সবকিছু । এই অবস্থায় বেশি অসুবিধার মধ্যে পড়েছেন দিনমজুর, শ্রমিক, কৃষক ও দিন আনা দিন খাওয়া মানুষগুলি । কিন্তু উত্তরপ্রদেশের গাজিপুরের কৃষকদের চিত্রটা একটু অন্যরকম । লকডাউনের মধ্যেও তাঁরা লন্ডনে বিক্রি করছেন নিজেদের জমিতে ফলানো লঙ্কা এবং লাউ। আর তাঁদের এই কাজে সাহায্য করছে বাণিজ্যমন্ত্রকের একটি শাখা এপিডা ।
ইতিমধ্যেই প্রথম পর্যায়ের সবজি দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনে পৌঁছে গেছে । 15 কুইন্টাল লঙ্কা এবং 15 কুইন্টাল লাউ পাঠিয়েছেন রামকুমার রাই এবং জিতেন্দ্র রাই নামের দুই কৃষক । একটি AC গাড়িতে তাঁরা এই সবজিগুলি দিল্লিতে পাঠান। সেখান থেকে যায় লন্ডন।
এই বিষয়ে জিতেন্দ্র রাই জানিয়েছেন, বিদেশে সবজি বিক্রির এই বরাত পেয়ে তিনি উন্নতমানের এবং বিভিন্ন ধরনের লঙ্কা এবং লাউ চাষ করেছেন । তিনি বলেন, " রপ্তানির 12 দিন আগে থেকে কীটনাশক দিয়ে এই সবজিগুলিকে ভালো রাখা হয়েছে । একমাত্র এপিডার সঙ্গে যেসব কৃষক চুক্তিবদ্ধ , তাঁরাই এই বিশেষ ধরনের সবজি রপ্তানি করেছেন। "