ETV Bharat / bharat

ত্রুটি-মুক্ত NRC-র তালিকা চাই, প্রকৃত ভারতীয় যেন বাদ না যান : তরুণ গগৈ

NRC নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক বিরোধিতায় রাজি নন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ । বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, "তালিকা যেন ত্রুটি-মুক্ত হয় । প্রকৃত নাগরিক যেন রেজিস্টারে তাঁর নাম দেখতে পান ।"

তরুণ গগৈ
author img

By

Published : Aug 30, 2019, 7:29 PM IST

Updated : Aug 30, 2019, 8:34 PM IST

গুয়াহাটি, 30 অগাস্ট : জাতীয় নাগরিকপঞ্জি (NRC)-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামীকাল । গোটা রাজ্যের নজর এখন সেদিকেই । অনেকের চিন্তা, হঠাৎ করে 'বিদেশি' হয়ে যেতে হবে না তো ! সরকার অবশ্য আশ্বাস দিয়েছে । জানিয়ে দিয়েছে, তালিকায় নাম না উঠলেও চিন্তার কারণ নেই । সঠিক তথ্যপ্রমাণ দিতে পারলে গরিবদের জন্য আইনি সহায়তার ব্যবস্থা করবে রাজ্য । তারপরও দুশ্চিন্তায় প্রথম তালিকায় নাম না ওঠা প্রায় 40 লাখ অসমবাসী ।

NRC নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক বিরোধিতায় রাজি নন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ । বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, "তালিকা যেন ত্রুটি-মুক্ত হয় । প্রকৃত নাগরিক যেন রেজিস্টারে তাঁর নাম দেখতে পান ।"

তরুণ গগৈর বক্তব্য

ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে তরুণ গগৈ বলেন, "NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশের আগে বহু মানুষ ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় । আমরা চাই, সরকার এই বিষয়ে পদক্ষেপ করুক । যারা প্রকৃত ভারতীয় তাদের যেন নাম ওঠে । আমরা তাদের সঙ্গেই আছি । সে হিন্দু হোক, মুসলিম হোক, অহমিয়া হোক বা বাঙালি । আমাদের সমর্থন তাদের দিকেই থাকবে । যদি না হয় (নাম চূড়ান্ত তালিকায় না উঠলে), তাহলে ফরেনারস ট্রাইবুনাল, হাইকোর্ট এমন কী সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব ।"

ত্রুটি-মুক্ত তালিকা তৈরি হলে NRC নিয়ে রাজনীতির জায়গা থাকবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । বলেন, "সবকিছু নির্ভর করছে সরকার কীভাবে পরিস্থিতি সামলাবে তার উপর । সঠিকভাবে পরিস্থিতি সামাল দিলে, ত্রুটি-মুক্ত তালিকা হলে রাজনীতির প্রশ্নই নেই ।"

গুয়াহাটি, 30 অগাস্ট : জাতীয় নাগরিকপঞ্জি (NRC)-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামীকাল । গোটা রাজ্যের নজর এখন সেদিকেই । অনেকের চিন্তা, হঠাৎ করে 'বিদেশি' হয়ে যেতে হবে না তো ! সরকার অবশ্য আশ্বাস দিয়েছে । জানিয়ে দিয়েছে, তালিকায় নাম না উঠলেও চিন্তার কারণ নেই । সঠিক তথ্যপ্রমাণ দিতে পারলে গরিবদের জন্য আইনি সহায়তার ব্যবস্থা করবে রাজ্য । তারপরও দুশ্চিন্তায় প্রথম তালিকায় নাম না ওঠা প্রায় 40 লাখ অসমবাসী ।

NRC নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক বিরোধিতায় রাজি নন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ । বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, "তালিকা যেন ত্রুটি-মুক্ত হয় । প্রকৃত নাগরিক যেন রেজিস্টারে তাঁর নাম দেখতে পান ।"

তরুণ গগৈর বক্তব্য

ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে তরুণ গগৈ বলেন, "NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশের আগে বহু মানুষ ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় । আমরা চাই, সরকার এই বিষয়ে পদক্ষেপ করুক । যারা প্রকৃত ভারতীয় তাদের যেন নাম ওঠে । আমরা তাদের সঙ্গেই আছি । সে হিন্দু হোক, মুসলিম হোক, অহমিয়া হোক বা বাঙালি । আমাদের সমর্থন তাদের দিকেই থাকবে । যদি না হয় (নাম চূড়ান্ত তালিকায় না উঠলে), তাহলে ফরেনারস ট্রাইবুনাল, হাইকোর্ট এমন কী সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব ।"

ত্রুটি-মুক্ত তালিকা তৈরি হলে NRC নিয়ে রাজনীতির জায়গা থাকবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । বলেন, "সবকিছু নির্ভর করছে সরকার কীভাবে পরিস্থিতি সামলাবে তার উপর । সঠিকভাবে পরিস্থিতি সামাল দিলে, ত্রুটি-মুক্ত তালিকা হলে রাজনীতির প্রশ্নই নেই ।"

New Delhi, Aug 30 (ANI): Prime Minister Narendra Modi on August 30 attended a programme of AYUSH Ministry in Delhi. While speaking at the event, PM said, "There is a target to build 12,500 AYUSH centers across the country, of which 10 AYUSH Health and Wellness Centers have been inaugurated today. Our aim is that 4,000 such AYUSH centers should be set up this year."


Last Updated : Aug 30, 2019, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.