ETV Bharat / bharat

ছত্তিশগড়ের কাগজ কারখানায় গ্যাস লিক, অসুস্থ 7 - gas leak in Raigarh

বিশাখাপটনামের ভেঙ্কটাপুরামের পর একই ঘটনা ঘটল ছত্তিশগড়ে ৷ রায়গড়ে কাগজ কারখানায় গ্যাস লিক করে অসুস্থ হল সাতজন ৷

gas leak in Raigarh
gas leak in Raigarh
author img

By

Published : May 7, 2020, 5:09 PM IST

রায়গড়ে, 7 মে : কাগজ কারখানায় গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়ল সাতজন ৷ তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ ছত্তিশগড়ের রায়গড়ের ঘটনা ৷ কাগজ কারখানার গ্যাসের ট্যাঙ্ক পরিষ্কারের সময় দুর্ঘটনাটি ঘটে ৷

দুর্ঘটনার পর অসুস্থদের সঙ্গে কথা বলেন রায়গড়ের পুলিশ সুপার সন্তোষ সিং ও কালেক্টর যশবন্ত কুমার ৷ পুলিশ সুপার জানিয়েছেন, "দুর্ঘটনাটি লুকোনোর চেষ্টা করছিলেন ওই কারখানার মালিক ৷ পুলিশকে এই দুর্ঘটনা সম্পর্কে কিছুই জানানো হয়নি ৷ ঘটনায় অভিযোগ দাযের করা হবে ৷"

কাগজ কারখানায় গ্যাস লিক

এদিকে আজ সকালে বিশাখাপটনমের ভেঙ্কটাপুরামের এল জি পলিমার কারখানার কেমিকেল প্ল্যান্ট থেকে গ্যাস লিক হয় । গ্যাসের তীব্রতা এতটাই ছিল যে তা ছড়িয়ে পড়তেই অনেকেই অচৈতন্য হয়ে পড়েন । অনেকের চোখ জ্বালা করতে থাকে । কয়েকজনের শ্বাসকষ্টের সমস্যা হয়। প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 11 জনের ৷ অসুস্থ 5000-এর বেশি মানুষ ৷

রায়গড়ে, 7 মে : কাগজ কারখানায় গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়ল সাতজন ৷ তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ ছত্তিশগড়ের রায়গড়ের ঘটনা ৷ কাগজ কারখানার গ্যাসের ট্যাঙ্ক পরিষ্কারের সময় দুর্ঘটনাটি ঘটে ৷

দুর্ঘটনার পর অসুস্থদের সঙ্গে কথা বলেন রায়গড়ের পুলিশ সুপার সন্তোষ সিং ও কালেক্টর যশবন্ত কুমার ৷ পুলিশ সুপার জানিয়েছেন, "দুর্ঘটনাটি লুকোনোর চেষ্টা করছিলেন ওই কারখানার মালিক ৷ পুলিশকে এই দুর্ঘটনা সম্পর্কে কিছুই জানানো হয়নি ৷ ঘটনায় অভিযোগ দাযের করা হবে ৷"

কাগজ কারখানায় গ্যাস লিক

এদিকে আজ সকালে বিশাখাপটনমের ভেঙ্কটাপুরামের এল জি পলিমার কারখানার কেমিকেল প্ল্যান্ট থেকে গ্যাস লিক হয় । গ্যাসের তীব্রতা এতটাই ছিল যে তা ছড়িয়ে পড়তেই অনেকেই অচৈতন্য হয়ে পড়েন । অনেকের চোখ জ্বালা করতে থাকে । কয়েকজনের শ্বাসকষ্টের সমস্যা হয়। প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 11 জনের ৷ অসুস্থ 5000-এর বেশি মানুষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.