দিল্লি , 5 জুলাই : জাতির জনক মহাত্মা গান্ধির আদর্শ দেশবাসীর মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের । বাজেট পেশের সময় এমনটাই উল্লেখ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । জানালেন, এনসাইক্লোপিডিয়ার মতোই গান্ধিজির সার্ধশতবর্ষে তৈরি হবে "গান্ধিপিডিয়া" । জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় কাউন্সিল তৈরি করবে "গান্ধিপিডিয়া " ।
2 অক্টোবর গান্ধিজির জন্মদিনে রাজঘাটে উদ্বোধন হবে গান্ধিপিডিয়া । মহাত্মা গান্ধির 150 তম জন্মবার্ষিকী উদযাপনে বাড়তি নজর দেওয়া হবে বলেও উল্লেখ করেন নির্মলা । গ্রাম ও কৃষিজীবীদের কথা মাথায় রেখেই পরিকল্পনার নেবে কেন্দ্রীয় সরকার ।
গান্ধির কথা এদিন বার বার উল্লেখ করেছেন নির্মলা, বলেছেন তাঁর আদর্শকে, বিশ্বাসকে মাথায় রেখেই এগিয়ে চলবে ভারত । এই প্রসঙ্গে '' বৈষ্ণব জনতে'' ভজনের কথাও উল্লেখ করেন তিনি ।