ETV Bharat / bharat

বাপুকে সম্মান জানাতে "গান্ধিপিডিয়া" - Mahatma Gandhi

আগামী 2 অক্টোবর গান্ধিজির জন্মদিনে রাজঘাটে উদ্বোধন হবে গান্ধিপিডিয়া । মহাত্মা গান্ধির 150 তম জন্মবার্ষিকী উদযাপনে বাড়তি নজর দেওয়া হবে বলেও উল্লেখ করেন নির্মলা । গ্রাম ও কৃষিজীবীদের কথা মাথায় রেখেই পরিকল্পনার নেবে কেন্দ্রীয় সরকার ।

মহাত্মা গান্ধি
author img

By

Published : Jul 5, 2019, 1:10 PM IST

Updated : Jul 5, 2019, 4:05 PM IST

দিল্লি , 5 জুলাই : জাতির জনক মহাত্মা গান্ধির আদর্শ দেশবাসীর মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের । বাজেট পেশের সময় এমনটাই উল্লেখ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । জানালেন, এনসাইক্লোপিডিয়ার মতোই গান্ধিজির সার্ধশতবর্ষে তৈরি হবে "গান্ধিপিডিয়া" । জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় কাউন্সিল তৈরি করবে "গান্ধিপিডিয়া " ।

2 অক্টোবর গান্ধিজির জন্মদিনে রাজঘাটে উদ্বোধন হবে গান্ধিপিডিয়া । মহাত্মা গান্ধির 150 তম জন্মবার্ষিকী উদযাপনে বাড়তি নজর দেওয়া হবে বলেও উল্লেখ করেন নির্মলা । গ্রাম ও কৃষিজীবীদের কথা মাথায় রেখেই পরিকল্পনার নেবে কেন্দ্রীয় সরকার ।

গান্ধির কথা এদিন বার বার উল্লেখ করেছেন নির্মলা, বলেছেন তাঁর আদর্শকে, বিশ্বাসকে মাথায় রেখেই এগিয়ে চলবে ভারত । এই প্রসঙ্গে '' বৈষ্ণব জনতে'' ভজনের কথাও উল্লেখ করেন তিনি ।

দিল্লি , 5 জুলাই : জাতির জনক মহাত্মা গান্ধির আদর্শ দেশবাসীর মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের । বাজেট পেশের সময় এমনটাই উল্লেখ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । জানালেন, এনসাইক্লোপিডিয়ার মতোই গান্ধিজির সার্ধশতবর্ষে তৈরি হবে "গান্ধিপিডিয়া" । জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় কাউন্সিল তৈরি করবে "গান্ধিপিডিয়া " ।

2 অক্টোবর গান্ধিজির জন্মদিনে রাজঘাটে উদ্বোধন হবে গান্ধিপিডিয়া । মহাত্মা গান্ধির 150 তম জন্মবার্ষিকী উদযাপনে বাড়তি নজর দেওয়া হবে বলেও উল্লেখ করেন নির্মলা । গ্রাম ও কৃষিজীবীদের কথা মাথায় রেখেই পরিকল্পনার নেবে কেন্দ্রীয় সরকার ।

গান্ধির কথা এদিন বার বার উল্লেখ করেছেন নির্মলা, বলেছেন তাঁর আদর্শকে, বিশ্বাসকে মাথায় রেখেই এগিয়ে চলবে ভারত । এই প্রসঙ্গে '' বৈষ্ণব জনতে'' ভজনের কথাও উল্লেখ করেন তিনি ।

Gaya (Bihar), July 04 (ANI): Wreath-laying ceremony of Special Auxiliary Police (SAP) jawan was performed on Thursday. Many senior police officials paid their tribute to the slain jawan. The jawan was shot dead by unidentified criminals late last night. Investigation is underway to nab the culprits.

Last Updated : Jul 5, 2019, 4:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.