ETV Bharat / bharat

পুলিশের গাড়িতে আগুন, নতুন করে উত্তপ্ত মুঙ্গের - বিহার

দুর্গাপুজোর নিরঞ্জনকে কেন্দ্র করে 27 অক্টোবর মুঙ্গেরে সংঘর্ষ বাধে । ঘটনায় একজনের মৃত্যু হয় । আহত হন অনেকে । তার 60 ঘণ্টা কাটতে না কাটতেই আজ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সেই এলাকা ।

Fresh violence occurred in Munger over police inaction
বিহারের মুঙ্গেরে পুলিশের ভূমিকার প্রতিবাদে ফের নতুন করে সংঘর্ষ
author img

By

Published : Oct 29, 2020, 10:50 PM IST

মুঙ্গের, 29 অক্টোবর : ফের নতুন করে উত্তপ্ত বিহারের মুঙ্গের । আজ পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা । 27 অক্টোবরের সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আজ বিক্ষোভ দেখান তাঁরা ।

আজ পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশ আধিকারিকদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ । ইতিমধ্যেই নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলাশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে ।

দুর্গাপুজোর নিরঞ্জনকে কেন্দ্র করে 27 অক্টোবর মুঙ্গেরে সংঘর্ষ বাধে । ঘটনায় একজনের মৃত্যু হয় । আহত হন অনেকে । তার 60 ঘণ্টা কাটতে না কাটতেই আজ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সেই এলাকা ।

পুলিশ সূত্রে খবর, বিক্ষোভকারীরা মুঙ্গের থানা এবং কাশিমবাজার থানা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে । শেষপর্যন্ত পুলিশের তৎপরতায় তা রুখে দেওয়া সম্ভব হয় । মুঙ্গের শহরের রাজীব চকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ।

মুঙ্গের, 29 অক্টোবর : ফের নতুন করে উত্তপ্ত বিহারের মুঙ্গের । আজ পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা । 27 অক্টোবরের সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আজ বিক্ষোভ দেখান তাঁরা ।

আজ পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশ আধিকারিকদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ । ইতিমধ্যেই নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলাশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে ।

দুর্গাপুজোর নিরঞ্জনকে কেন্দ্র করে 27 অক্টোবর মুঙ্গেরে সংঘর্ষ বাধে । ঘটনায় একজনের মৃত্যু হয় । আহত হন অনেকে । তার 60 ঘণ্টা কাটতে না কাটতেই আজ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সেই এলাকা ।

পুলিশ সূত্রে খবর, বিক্ষোভকারীরা মুঙ্গের থানা এবং কাশিমবাজার থানা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে । শেষপর্যন্ত পুলিশের তৎপরতায় তা রুখে দেওয়া সম্ভব হয় । মুঙ্গের শহরের রাজীব চকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.