মুম্বই, 19 মে : ফের দুর্ঘটনার কবলে ভিনরাজ্যের শ্রমিকরা । এবার মহারাষ্ট্র । শ্রমিকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ইয়াভাতমালে মৃত্যু হল চার শ্রমিকের । আহত 12 । তাঁরা ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে ।
মহারাষ্ট্রের সোলাপুর থেকে একটি বাসে করে ঝাড়খণ্ড ফিরছিলেন প্রায় 17 জন শ্রমিক । আজ ভোরে মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলার কাছে তাঁদের বাসে ধাক্কা মারে একটি ট্রাক । কার্যত দুমড়ে মুচড়ে যায় বাসের কিছু অংশ । মৃত্যু হয় চারজন শ্রমিকের । আহত 12 জন । সকলকে বাস থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে ।
এদিকে, আজ মহারাষ্ট্রের বিঢ় জেলা থেকে একটি পচাগলা দেহ উদ্ধার হয় । জানা গেছে, ওই দেহ একজন শ্রমিকের । তিনি পুনেতে একটি চিনির কারখানায় কাজ করতেন । লকডাউনে পরিবহন পরিষেবা বন্ধ থাকায়, পুনে থেকে হেঁটেই মহারাষ্ট্রের পারভানি জেলায় ফিরছিলেন । সঙ্গে খাবার বলতে কিছু ছিল না । ফলে না খেয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের । স্থানীয় প্রশাসন দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।