ETV Bharat / bharat

কুলগামে গ্রেনেড হামলায় আহত চার সেনা জওয়ান

জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা৷ ভারতীয় সেনাবাহিনীর চার জন জওয়ান আহত হয়েছেন ওই হামলায়৷ তবে এই হামলা কারা ঘটিয়েছে, তা এখনও পর্যন্ত নিশ্চিত নয় সেনা৷ কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে সেনা৷

author img

By

Published : Jan 27, 2021, 5:04 PM IST

কুলগামে গ্রেনেড হামলায় আহত চার সেনা জওয়ান
কুলগামে গ্রেনেড হামলায় আহত চার সেনা জওয়ান

কুলগাম, 27 জানুয়ারি : জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা৷ আবারও সেনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা হয়েছে বলে জানা গিয়েছে৷ ওই হামলায় ভারতীয় সেনাবাহিনীর চার জন জওয়ান আহত হয়েছেন৷ জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার সামসিপুরা এলাকার খানাবলে বুধবার ঘটনাটি ঘটে৷

সেনার সূত্র থেকে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে এদিন সকাল 10টা 15 মিনিট নাগাদ৷ ঘটনাটি যে সময় ঘটে সেই সময় সেনা জওয়ানরা স্যানিটাইজেশনের কাজ করছিলেন৷ চারজন সেনা জওয়ানকে আহত অবস্থায় 92 বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে৷

জম্মু ও কাশ্মীরে প্রায়ই সেনার উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে৷ ফলে সেনাকে সবসময়ই সতর্ক থাকতে হয় এই বিষয়ে৷ কিন্তু তার মধ্যে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা৷ তেমনই একটি ঘটনা ঘটে বুধবার৷

আরও পড়ুন : মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় বাবাকে খুন করল মেয়ে

তবে এই হামলা কারা ঘটিয়েছে, তা এখনও পর্যন্ত নিশ্চিত নয় সেনা৷ এখনও কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি৷ তবে কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে সেনা৷

কুলগাম, 27 জানুয়ারি : জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা৷ আবারও সেনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা হয়েছে বলে জানা গিয়েছে৷ ওই হামলায় ভারতীয় সেনাবাহিনীর চার জন জওয়ান আহত হয়েছেন৷ জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার সামসিপুরা এলাকার খানাবলে বুধবার ঘটনাটি ঘটে৷

সেনার সূত্র থেকে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে এদিন সকাল 10টা 15 মিনিট নাগাদ৷ ঘটনাটি যে সময় ঘটে সেই সময় সেনা জওয়ানরা স্যানিটাইজেশনের কাজ করছিলেন৷ চারজন সেনা জওয়ানকে আহত অবস্থায় 92 বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে৷

জম্মু ও কাশ্মীরে প্রায়ই সেনার উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে৷ ফলে সেনাকে সবসময়ই সতর্ক থাকতে হয় এই বিষয়ে৷ কিন্তু তার মধ্যে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা৷ তেমনই একটি ঘটনা ঘটে বুধবার৷

আরও পড়ুন : মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় বাবাকে খুন করল মেয়ে

তবে এই হামলা কারা ঘটিয়েছে, তা এখনও পর্যন্ত নিশ্চিত নয় সেনা৷ এখনও কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি৷ তবে কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে সেনা৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.