আলাপ্পুজ়া, 10 অক্টোবর : কেরালার প্রাক্তন রণজি ট্রফি ক্রিকেটার এম সুরেশ কুমারের মৃতদেহ আলাপ্পুজ়ায় তাঁর বাসভবনে উদ্ধার হল । গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ তাঁর শোবার ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে ।
এম সুরেশ কুমার বন্ধুমহলে উমরি নামেই পরিচিত ছিলেন । 1990-এর অনুর্ধ-19 ভারতীয় ক্রিকেট টিমের হয়ে তিনি খেলেছিলেন । সেই সময় ওই দলের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড় । ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এম সুরেশ কুমার ভারতীয় রেলে অফিসার পদে কর্মরত ছিলেন ।
তিনি 72টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে 1,657 রান করেছিলেন এবং 196টি উইকেট নিয়েছিলেন । তিনি বাঁহাতি স্পিনার ছিলেন । তাঁর অফস্পিন সুপরিচিত ছিল । 1994-95 সালে রণজি ট্রফিতে কেরালা প্রথমবার তামিলনাড়ুকে হারায় । সেটি সম্ভব হয়েছিল এম সুরেশ কুমারের জন্যেই ।