1 সেপ্টেম্বর, দিল্লি : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য ৷ তেরঙ্গায় ঢাকা কফিনবন্দী দেহ নিয়ে আসা হয় দিল্লির লোধি রোডের শ্মশানে ৷ সেখানেই তাঁর অন্তিমক্রিয়া সম্পন্ন হয় ৷ গান স্যালুট, চোখের জলে শেষ বিদায় জানানো হল দেশের 13 তম রাষ্ট্রপতিকে ৷ শেষ হল এক অধ্যায়ের ৷ বলতে গেলে, অভিভাবকহীন হল ভারতীয় রাজনীতি ৷
না ৷ এবারের পুজোয় আর মিরাটির বাড়িতে যাওয়া হবে না পল্টুদার ৷ থাকবেন না সাধের দুর্গাপুজোয় ৷
রাজধানীর 10, রাজাজি মার্গ ৷ দিল্লিতে এই বাড়িটাই ঠিকানা ছিল প্রণব মুখোপাধ্যায়ের ৷ আজ সকাল থেকে এখানেই শায়িত ছিল তাঁর দেহ ৷ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এখানেই হাজির হন প্রতিরক্ষা মন্ত্রক নির্ধারিত বিশিষ্টরা ৷ আসেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উপস্থিত ছিলেন রাহুল গান্ধি, উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-রা ৷ তিন বাহিনীর প্রধান-সহ চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতও আজ তাঁর বাসভবনে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ৷ এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরিও শামিল হয়েছিলেন শেষ শ্রদ্ধা জানাতে ৷
আরও পড়ুন : প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে আগামীকাল জাতীয় শোক পালন বাংলাদেশে
মাথায় রক্তক্ষরণের সমস্যা নিয়ে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ বাথরুমে পড়ে গিয়ে মস্তিষ্কে জমাট বেঁধে গেছিল রক্ত ৷ 10 অগাস্ট থেকে হাসপাতালেই ছিলেন তিনি ৷ এরই মধ্যে কোরোনার সংক্রমণ ধরা পড়ে শরীরে ৷ অস্ত্রোপচারে সফল হলেও সংকট কাটে না । ক্রমেই শারীরিক অবস্থার অবনতি ৷ নতুন করে মাথায় রক্তক্ষরণ ৷ এরপর কোমা ৷ আর ফিরলেন না তিনি ৷ গতকাল সেনা হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণববাবু ৷
আরও পড়ুন : প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে মন খারাপ বুদ্ধদেবের
যেহেতু প্রণববাবু কোরোনায় আক্রান্ত ছিলেন, তাই তাঁর অন্তিমক্রিয়ায় বেশ কিছু সতর্কতা অবলম্বন করা হয়েছিল ৷ প্রতিরক্ষামন্ত্রকের তরফে গতকালই এক বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল, শেষ শ্রদ্ধা জানাতে কে কে উপস্থিত থাকবেন ৷ সেনা হাসপাতাল থেকে তাঁর দেহ রাজাজি মার্গের বাসভবনে নিয়ে আসা হলেও একটি আলাদা ঘরে তাঁর দেহ রেখে দেওয়া হয় ৷ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানাতে যাঁরা এসেছিলেন, তাঁদের কাউকেই সেই ঘরে ঢুকতে দেওয়া হয়নি ৷ পরিবর্তে বাইরের অন্য একটি ঘরে তাঁর একটি ছবি রাখা হয় ৷ সেই ছবিতেই মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানানো হয় ৷
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ গান ক্যারেজের বদলে বিশেষ গাড়িতে করে লোধি রোডের শ্মশানে নিয়ে যাওয়া হয় । PPE কিট পরে প্রণববাবুর শেষকৃত্য সম্পন্ন করেন অভিজিৎ মুখোপাধ্যায় ৷ ছিলেন পরিবারের বাকি সদস্যরাও ৷ তাঁদেরও পরনে ছিল PPE কিট ৷ কোরোনার কারণে শ্মশানে অন্তিমক্রিয়ার সময়ে অতিরিক্ত জনসমাগম নিষিদ্ধ করা হয়েছিল ৷
আরও পড়ুন : দুর্গাপুজোয় থাকবেন না পল্টুদা, মন খারাপ মিরাটির