ETV Bharat / bharat

দিল্লি হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার উমর খলিদ

author img

By

Published : Oct 1, 2020, 6:09 PM IST

নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে দিল্লিতে যে অবস্থান বিক্ষোভ চলছিল, সেখানে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ রয়েছে উমর খলিদের বিরুদ্ধে ।

উমর খলিদ
উমর খলিদ

দিল্লি, 1 অক্টোবর : দিল্লি হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খলিদ ।

চলতি মাসের 17 তারিখে দিল্লি পুলিশ 17 হাজার পাতার একটি চার্জশিট জমা দিয়েছিল । চার্জশিটে এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী উল্লেখ করা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে দিল্লিতে যে অবস্থান বিক্ষোভ চলছিল, সেখানে মানুষকে একজোট করতে উমর খলিদ, সলমান খুরশিদ, নাদিম খান… প্রত্যেকে প্ররোচনামূলক মন্তব্য করেছিলেন ।

আরও পড়ুন : দিল্লি হিংসায় উসকানিমূলক মন্তব্যের অভিযোগ ; চার্জশিটে নাম খুরশিদ, প্রশান্ত ভূষণের

দিল্লি পুলিশ যে চার্জশিট ফাইল করেছে তাতে বলা হয়েছে, সাসপেন্ডেড AAP কাউন্সিলর তাহির হোসেনের সঙ্গে যোগাযোগ ছিল উমরের ৷ এছাড়াও তদন্তকারী অফিসার জানিয়েছেন, দিল্লির শাহিনবাগে গন্ডগোলের প্রায় এক মাস আগে 8 জানুয়ারি তাহিরের সঙ্গে দেখা করেছিলেন উমর ৷ এরপর উমর শাহিনবাগের CAA বিরোধী প্রতিবাদ আন্দোলনে খালিদ সইফির সঙ্গে দেখা করেন ৷ সেইসময় খালিফকে দেশে ট্রাম্প সফরের সময় আরও বড় আন্দোলনের জন্য তৈরি থাকতে বলেছিলেন৷

দিল্লি, 1 অক্টোবর : দিল্লি হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খলিদ ।

চলতি মাসের 17 তারিখে দিল্লি পুলিশ 17 হাজার পাতার একটি চার্জশিট জমা দিয়েছিল । চার্জশিটে এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী উল্লেখ করা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে দিল্লিতে যে অবস্থান বিক্ষোভ চলছিল, সেখানে মানুষকে একজোট করতে উমর খলিদ, সলমান খুরশিদ, নাদিম খান… প্রত্যেকে প্ররোচনামূলক মন্তব্য করেছিলেন ।

আরও পড়ুন : দিল্লি হিংসায় উসকানিমূলক মন্তব্যের অভিযোগ ; চার্জশিটে নাম খুরশিদ, প্রশান্ত ভূষণের

দিল্লি পুলিশ যে চার্জশিট ফাইল করেছে তাতে বলা হয়েছে, সাসপেন্ডেড AAP কাউন্সিলর তাহির হোসেনের সঙ্গে যোগাযোগ ছিল উমরের ৷ এছাড়াও তদন্তকারী অফিসার জানিয়েছেন, দিল্লির শাহিনবাগে গন্ডগোলের প্রায় এক মাস আগে 8 জানুয়ারি তাহিরের সঙ্গে দেখা করেছিলেন উমর ৷ এরপর উমর শাহিনবাগের CAA বিরোধী প্রতিবাদ আন্দোলনে খালিদ সইফির সঙ্গে দেখা করেন ৷ সেইসময় খালিফকে দেশে ট্রাম্প সফরের সময় আরও বড় আন্দোলনের জন্য তৈরি থাকতে বলেছিলেন৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.