ETV Bharat / bharat

প্রয়াত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র

author img

By

Published : Aug 19, 2019, 11:47 AM IST

দিল্লিতে প্রয়াত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র ৷ তিনি বিহার বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন ৷ পরে যোগ দেন জাতীয় কংগ্রেসে ৷

প্রয়াত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র

পটনা, 17 অগস্ট : প্রয়াত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র ৷ বয়স হয়েছিল 82 ৷ বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি ৷ তিনবার বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷

বিহার বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন জগন্নাথ মিশ্র ৷ তবে ছোটো থেকেই রাজনীতিতে ঝোঁক ছিল ৷ দাদা ললিত নারায়ণ মিশ্র ছিলেন রাজনীতিবিদ ও রেলমন্ত্রী ৷ সেই সূত্র ধরেই বিশ্ববিদ্যালয়ে পড়াতে পড়াতেই জাতীয় কংগ্রেসে যোগ দেন তিনি ৷ 1975 সালে প্রথম বার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ৷ পরে 1980 ও 1989 থেকে 1990 পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ দায়িত্ব সামলেছেন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও ৷

কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও পরে জনতা দল ইউনাইটেডে যোগ দেন তিনি ৷ পশুখাদ্য কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তাঁর ৷ চার বছরের জেলও হয় ৷ পরে জামিনে মুক্তি পান তিনি ৷

পটনা, 17 অগস্ট : প্রয়াত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র ৷ বয়স হয়েছিল 82 ৷ বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি ৷ তিনবার বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷

বিহার বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন জগন্নাথ মিশ্র ৷ তবে ছোটো থেকেই রাজনীতিতে ঝোঁক ছিল ৷ দাদা ললিত নারায়ণ মিশ্র ছিলেন রাজনীতিবিদ ও রেলমন্ত্রী ৷ সেই সূত্র ধরেই বিশ্ববিদ্যালয়ে পড়াতে পড়াতেই জাতীয় কংগ্রেসে যোগ দেন তিনি ৷ 1975 সালে প্রথম বার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ৷ পরে 1980 ও 1989 থেকে 1990 পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ দায়িত্ব সামলেছেন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও ৷

কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও পরে জনতা দল ইউনাইটেডে যোগ দেন তিনি ৷ পশুখাদ্য কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তাঁর ৷ চার বছরের জেলও হয় ৷ পরে জামিনে মুক্তি পান তিনি ৷

Patna (Bihar), Aug 19 (ANI): Independent MLA Anant Singh, who is facing heat after recovery of prohibited weapons from his residence has denied being afraid of arrest stating that he would be surrendering in next few days. While speaking to mediaperson, he said, "I'm not scared of being arrested. I'll surrender in next 3-4 days. I haven't been to that house in last 14 yrs so there's no question of keeping AK-47 there." Earlier, the police officials had raided Singh's premises in connection with a contract killing case. During the raid, the police recovered an AK-47 rifle and a hand grenade from his residence in Ladma village.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.