ভুবনেশ্বর, 28 অগাস্ট : টানা তিনদিন ভারী বৃষ্টির জেরে ওড়িশার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । ইতিমধ্যেই মৃত্যু হয়েছে নয়জনের ।
স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপকুমার জেনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৃষ্টি এবং বন্যা পরিস্থিতিতে গত তিনদিনে নয়জনের মৃত্যু হয়েছে । ময়ূরভঞ্জ, বালাসোর, জাজপুর, ভদ্রক, বৌধ, কেন্দ্রপাড়া, সোনপুর জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে । তার জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির।
ভদ্রকের জেলাশাসক বলেন, টানা বৃষ্টিতে জলস্তর বাড়ছে । ভারী বৃষ্টিতে প্রায় প্রতিটি ব্লকই ক্ষতিগ্রস্ত । চাষের জমি জলমগ্ন । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ওড়িশা বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল কর্মীরা উদ্ধারের কাজ করছেন । প্রশাসনিক আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখছেন ।
এখনও পর্যন্ত 7000 জনকে নিচু এলাকা থেকে সরানো হয়েছে । তাঁদের সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে ।
বৈতরণী, ব্রাহ্মণী, সুবর্ণরেখা, বুধাবলঙ্গার মতো নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে । একাধিক জেলায় নিচু এলাকা এবং ধান জমিতে নদীর জল ঢুকছে । সেই সব এলাকা জলমগ্ন ।