নাহারগড় (রাজস্থান), 19 জুলাই : রাজস্থানের বরণ জেলার একটি গ্রামে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওই গ্রামের তিন কিশোরের বিরুদ্ধে ৷ পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বরণ জেলার নাহারগড়ের টাকি এলাকায় নিজের বাড়ির সামনে খেলা করছিল ওই নাবালিকা ৷ ওই তিন কিশোর ওই নাবালিকাকে পাঁচ টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায় ৷ তারপর ওই এলাকার একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷
নাহারগড় পুলিশস্টেশনের এক আধিকারিক দলপত সিং জানান, "যখন এই ঘটনাটি ঘটে তখন ওই নাবালিকার মা ঘরের ভিতরে রান্না করছিল ৷ কিছুক্ষণের মধ্যেই পরিবারে সদস্যরা লক্ষ্য করে যে ওই নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ তখনই তাঁরা ওই নাবালিকার খোঁজ শুরু করে ৷ বাড়ির কাছে একটি রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে দেখতে পায় তার মা ৷"
ওই দিন রাতেই নাবালিকাকে নিয়ে তার মা নাহারগড় থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ওই তিন কিশোর পলাতক ৷ তাদের খোঁজ চলাছে ৷ দলপত সিং জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত তদন্তের সমস্ত বিষয় DSP-র কাছে পাঠানো হয়েছে ৷ সেই সঙ্গে শনিবার বরণ জেলার একটি হাসপাতালে একটি মেডিকেল বোর্ড ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করেছে ৷ সোমবার CRPC-র 164 নম্বর ধারায় বিচারকের সামনে ওই নাবালিকার বয়ান রেকর্ড করা হবে ৷