ETV Bharat / bharat

বালাজি মন্দিরের রান্নাঘরে গরম জল পড়ে আহত 5 - Lord Balaji temple

অন্ধ্রপ্রদেশের বালাজি মন্দিরে গায়ে গরম জল পড়ে আহত 5৷ তাঁদের মধ্যে দু'জন পুড়ে গিয়েছে ৷

ছবি
ছবি
author img

By

Published : Oct 25, 2020, 10:00 PM IST

তিরুমালা ( অন্ধপ্রদেশ), 25 অক্টোবর : মন্দিরের গরম জল শরীরে পড়ে আহত 5 জন ৷ ঘটনাটি বালাজি মন্দিরের ৷ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

গতকাল দুপুর 1:30 টা নাগাদ ওই পাঁচ কর্মচারী মন্দিরের রান্নাঘরে যান ৷ সেই সময় আগে থেকে পাত্রে রাখা ছিল তেতুঁল ভেজানো গরম জল ৷ অসতর্ক থাকা অবস্থায় সেই জল তাঁদের শরীরে পড়ে যায় ৷ তৎক্ষণাত তাঁদের অশ্বিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পাঁচজনের মধ্যে 2 জন পুড়ে গেছেন ৷ বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল ৷

ঘটনার বিষয়ে এক কর্মচারী জানান, দুপুরে রান্নাঘরে প্রবেশ করি ৷ যে পাত্রটিতে জল রাখা ছিল সেটি ফুটো ছিল ৷ আমাদের গায়ে জল পড়ে যায় ৷ আমাদের চামড়া পুড়ে গেছে ৷

তিরুমালা ( অন্ধপ্রদেশ), 25 অক্টোবর : মন্দিরের গরম জল শরীরে পড়ে আহত 5 জন ৷ ঘটনাটি বালাজি মন্দিরের ৷ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

গতকাল দুপুর 1:30 টা নাগাদ ওই পাঁচ কর্মচারী মন্দিরের রান্নাঘরে যান ৷ সেই সময় আগে থেকে পাত্রে রাখা ছিল তেতুঁল ভেজানো গরম জল ৷ অসতর্ক থাকা অবস্থায় সেই জল তাঁদের শরীরে পড়ে যায় ৷ তৎক্ষণাত তাঁদের অশ্বিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পাঁচজনের মধ্যে 2 জন পুড়ে গেছেন ৷ বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল ৷

ঘটনার বিষয়ে এক কর্মচারী জানান, দুপুরে রান্নাঘরে প্রবেশ করি ৷ যে পাত্রটিতে জল রাখা ছিল সেটি ফুটো ছিল ৷ আমাদের গায়ে জল পড়ে যায় ৷ আমাদের চামড়া পুড়ে গেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.