ETV Bharat / bharat

আগামী সপ্তাহে খালি চোখেই দেখা যাবে এই পাঁচটি গ্রহ ! - শনি

বিজ্ঞানী বি জি সিদ্ধার্থ জানাচ্ছেন, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি এই পাঁচটি গ্রহ এবং অর্ধচন্দ্র - একসঙ্গেই দৃশ্যমান হবে আকাশে । শুধু তাই নয়, আগামী সপ্তাহে এই অনন্য দৃশ্য খালি চোখেই প্রত্যক্ষ করতে পারবেন মানুষ ।

planets
planets
author img

By

Published : Jul 19, 2020, 10:05 PM IST

হায়দরাবাদ, 19 জুলাই : আগামী সপ্তাহেই একটি অভিনব ঘটনার সাক্ষী হতে চলেছেন মানুষ । যখন পৃথিবীর বিভিন্ন অংশ থেকে অর্ধেক চাঁদ দেখা যাবে, তখন খালি চোখেই আরও পাঁচটি গ্রহও দেখা যাবে । আজ এমন তথ্যই দিলেন বিজ্ঞানী বি জি সিদ্ধার্থ ।

এই বিজ্ঞানী বলেন, "আগামী কয়েকদিন হায়দরাবাদ-সহ গোটা দেশ, এমনকী বিশ্বের প্রতিটি দেশ থেকেই এই আকর্ষণীয় দৃশ্য দেখা যাবে । মজার বিষয় হচ্ছে, এই সপ্তাহে সন্ধ্যা থেকে সকাল হওয়া পর্যন্ত আমরা পাঁচটি গ্রহকেই খালি চোখে দেখতে পাব ।"

এই গ্রহগুলি হল - বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি । একইসঙ্গে দেখা যাবে 'ক্রেসেন্ট মুুন' অর্থাৎ অর্ধচন্দ্র । বিজ্ঞানী বি জি সিদ্ধার্থ আরও জানান, "এছাড়াও আরও তিনটি গ্রহ - ইউরেনাস, নেপচুন এবং প্লুটো, কেবলমাত্র একটি দূরবীন দিয়েই দেখা যাবে ।"

হায়দরাবাদ, 19 জুলাই : আগামী সপ্তাহেই একটি অভিনব ঘটনার সাক্ষী হতে চলেছেন মানুষ । যখন পৃথিবীর বিভিন্ন অংশ থেকে অর্ধেক চাঁদ দেখা যাবে, তখন খালি চোখেই আরও পাঁচটি গ্রহও দেখা যাবে । আজ এমন তথ্যই দিলেন বিজ্ঞানী বি জি সিদ্ধার্থ ।

এই বিজ্ঞানী বলেন, "আগামী কয়েকদিন হায়দরাবাদ-সহ গোটা দেশ, এমনকী বিশ্বের প্রতিটি দেশ থেকেই এই আকর্ষণীয় দৃশ্য দেখা যাবে । মজার বিষয় হচ্ছে, এই সপ্তাহে সন্ধ্যা থেকে সকাল হওয়া পর্যন্ত আমরা পাঁচটি গ্রহকেই খালি চোখে দেখতে পাব ।"

এই গ্রহগুলি হল - বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি । একইসঙ্গে দেখা যাবে 'ক্রেসেন্ট মুুন' অর্থাৎ অর্ধচন্দ্র । বিজ্ঞানী বি জি সিদ্ধার্থ আরও জানান, "এছাড়াও আরও তিনটি গ্রহ - ইউরেনাস, নেপচুন এবং প্লুটো, কেবলমাত্র একটি দূরবীন দিয়েই দেখা যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.