শ্রীনগর, 7 জুন : ফের উপত্যকায় গুলির লড়াই । জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে পাঁচ জঙ্গি নিকেশ করল নিরাপত্তা বাহিনী । গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীর পুলিশ এক যৌথ অভিযান চালায় শোপিয়ানে ।
নিরাপত্তা বাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, "শোপিয়ানের অপারেশন রেবানে পাঁচ জঙ্গি নিকেশ হয়েছে ।" জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে কোনও জওয়ান জখম হয়নি বলেও জানিয়েছেন তিনি ।
কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তরফে ওই যৌথ অভিযানটি চালানো হয়েছিল । দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার রেবান এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময়েই আচমকাই জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করে । পালটা গুলি চালায় জওয়ানরাও । বেশ কিছু সময় ধরে চলে গুলির লড়াই ।
এদিকে, গতসন্ধ্যায় এদিপোরার কাছে দানিশ নাজ়ির নজর নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছিল জঙ্গিরা ৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল । বেশ কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় জঙ্গিরা হামলা চালাচ্ছে ৷ তিনদিন আগে পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে জওয়ানদের সংঘর্ষ বাধে ৷ মৃত্যু হয় তিন জইশ-ই-মহম্মদ জঙ্গির ৷ এক জওয়ানও আহত হন বলে জানা যাচ্ছিল ৷
পাশাপাশি, গতকালই জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার আগে ত্রালের তিন বাসিন্দাকে আটকাতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী । তিনজনের মধ্যে একজন কিশোরও রয়েছে । ঘটনায় জঙ্গিদের সাহায্যকারী দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।