ETV Bharat / bharat

বিহারে প্রথম দফায় ভোট পড়ল 54.26 শতাংশ

বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল বিহারের প্রথম দফার ভোট । ভোট পড়েছে 54.26 শতাংশ ।

author img

By

Published : Oct 28, 2020, 10:42 PM IST

irst phase of bihar election
irst phase of bihar election

পটনা, 28 অক্টোবর : নিউ নর্মালে প্রথম ভোট । গোটা দেশের নজর ছিল বিহার বিধানসভার প্রথম দফার ভোটে । মাস্ক ও গ্লাভস বিলিয়ে, ঘণ্টায় ঘণ্টায় বুথ স্যানিটাইজ় করে কোরোনা সংক্রমণের মাঝে ভোট আয়োজনে সসম্মানে উতরে গেল জাতীয় নির্বাচন কমিশন ।

বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল বিহারের প্রথম দফার ভোট । প্রথম দফায় বিহারের 16 জেলার 71টি কেন্দ্রের ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে 1 হাজার 66 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করলেন । এর মধ্যে রয়েছেন 8 জন মন্ত্রী । প্রথম দফায় 3371 টি বুথে মোট ভোট পড়েছে 54.26 শতাংশ । চইনপুর বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ 63.33 শতাংশ ভোট পড়েছে ।

2015 সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার ছিল 54.94 শতাংশ । 2019 লোকসভা নির্বাচনে এই হার ছিল 53.54 শতাংশ । প্রথম দফার ভোটের পর জানান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা ।

বিহারের 4টি কেন্দ্রে দুপুর 3টে , 27 টি কেন্দ্রে বিকেল 4টের মধ্যে ভোটগ্রহণ শেষ হয়ে যায় । বাকি 40টি কেন্দ্রে নির্ধারিত সময় পর্যন্ত চলে ভোটগ্রহণ প্রক্রিয়া । বেশ কয়েকটি বুথে প্রযুক্তিগত সমস্যার জন্য দেরিতে শুরু হয় ভোটগ্রহণ । ভোটার তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারেননি বক্সারের পুলিশ সুপার নীরজ কুমার সিং । শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়তেই বিক্ষিপ্ত সংঘর্ষের খবর আসতে থাকে ।

গয়া টাউন কেন্দ্রের 133 নম্বর বুথে বিক্ষোভ দেখান মহিলারা । তাঁদের অভিযোগ, BJP-র মহিলা কর্মীরা তাঁদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভয় দেখিয়েছে । এদিকে পালিগঞ্জ বিধানসভার 236 নম্বর বুথে রাস্তার দাবিতে ভোটাররা ভোট বয়কট করেন ।

টিকারি বিধানসভা কেন্দ্রের 323 ও 324 নম্বর বুথ দখলের অভিযোগ পেয়ে পৌঁছান কংগ্রেস প্রার্থী সুমন্ত কুমার । সেই সময় তাঁর উপর JD(U) কর্মীরা হামলা চালান বলে অভিযোগ তোলেন কংগ্রেস কর্মীরা । এদিকে JD(U) ও BJP কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তোলে ।

পটনা, 28 অক্টোবর : নিউ নর্মালে প্রথম ভোট । গোটা দেশের নজর ছিল বিহার বিধানসভার প্রথম দফার ভোটে । মাস্ক ও গ্লাভস বিলিয়ে, ঘণ্টায় ঘণ্টায় বুথ স্যানিটাইজ় করে কোরোনা সংক্রমণের মাঝে ভোট আয়োজনে সসম্মানে উতরে গেল জাতীয় নির্বাচন কমিশন ।

বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল বিহারের প্রথম দফার ভোট । প্রথম দফায় বিহারের 16 জেলার 71টি কেন্দ্রের ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে 1 হাজার 66 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করলেন । এর মধ্যে রয়েছেন 8 জন মন্ত্রী । প্রথম দফায় 3371 টি বুথে মোট ভোট পড়েছে 54.26 শতাংশ । চইনপুর বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ 63.33 শতাংশ ভোট পড়েছে ।

2015 সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার ছিল 54.94 শতাংশ । 2019 লোকসভা নির্বাচনে এই হার ছিল 53.54 শতাংশ । প্রথম দফার ভোটের পর জানান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা ।

বিহারের 4টি কেন্দ্রে দুপুর 3টে , 27 টি কেন্দ্রে বিকেল 4টের মধ্যে ভোটগ্রহণ শেষ হয়ে যায় । বাকি 40টি কেন্দ্রে নির্ধারিত সময় পর্যন্ত চলে ভোটগ্রহণ প্রক্রিয়া । বেশ কয়েকটি বুথে প্রযুক্তিগত সমস্যার জন্য দেরিতে শুরু হয় ভোটগ্রহণ । ভোটার তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারেননি বক্সারের পুলিশ সুপার নীরজ কুমার সিং । শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়তেই বিক্ষিপ্ত সংঘর্ষের খবর আসতে থাকে ।

গয়া টাউন কেন্দ্রের 133 নম্বর বুথে বিক্ষোভ দেখান মহিলারা । তাঁদের অভিযোগ, BJP-র মহিলা কর্মীরা তাঁদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভয় দেখিয়েছে । এদিকে পালিগঞ্জ বিধানসভার 236 নম্বর বুথে রাস্তার দাবিতে ভোটাররা ভোট বয়কট করেন ।

টিকারি বিধানসভা কেন্দ্রের 323 ও 324 নম্বর বুথ দখলের অভিযোগ পেয়ে পৌঁছান কংগ্রেস প্রার্থী সুমন্ত কুমার । সেই সময় তাঁর উপর JD(U) কর্মীরা হামলা চালান বলে অভিযোগ তোলেন কংগ্রেস কর্মীরা । এদিকে JD(U) ও BJP কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তোলে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.