হায়দরাবাদ, 21 অক্টোবর : হায়দরাবাদের একটি বেসরকারি শিশু হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল এক শিশুর ৷ আগুনে পুড়ে জখম হয়েছে আরও পাঁচ শিশু ৷
হায়দরাবাদের LB নগরের ওই হাসপাতালে রাত আড়াইটা নাগাদ আগুন লাগে ৷ পুলিশ জানিয়েছে, রাতে ICU-তে একটা বিকট আওয়াজের পর আগুন লাগে ৷ আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ৷ দরজা ও জানালা ভেঙে ICU-তে চিকিৎসারত শিশুদের উদ্ধার করেন হাসপাতালের কর্মীরা ৷ পুলিশের এক আধিকারিক বলেন, ছটি শিশু আগুনে পুড়ে জখম হয় ৷ তাদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে এক শিশুর মৃত্যু হয় ৷ একমাস বয়সি ওই মৃত শিশুর পরিচয় এখনও জানা যায়নি ৷
আগুন লাগার খবর পেয়ে দমকলকে জানায় পুলিশ ৷ দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে আগুন লাগে ৷ তদন্ত শুরু হয়েছে ৷