দেরাদুন,30 মে : বেশ কিছুদিন ধরেই সোশাল মিডিয়ায় জঙ্গলে আগুন লাগার কয়েকটি ছবি ভাইরাল হচ্ছে । তার সঙ্গে বলা হচ্ছে, ওই ছবি উত্তরাখণ্ডের জঙ্গলের । যেখানে বর্তমানে আগুন লেগেছে । কিন্তু ওইসব ছবি মিথ্যা বলে জানিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী । এবার সেই একই কথা বললেন উত্তরাখণ্ডের ডিরেক্টর জেনেরাল(আইন ও শৃঙ্খলা ) অশোক কুমার । পাশাপাশি তিনি জানান, সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোয় 17 টি সংস্থার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে ।
অশোক কুমার বলেন, "কিছু মানুষ উত্তরাখণ্ডের জঙ্গলে আগুন লেগেছে বলে গুজব ছড়াচ্ছে । কিন্তু তা সত্যি নয় । ওই ছবি 2016 সালের । সেই সময় উত্তরাখণ্ডের জঙ্গলে আগুন লেগেছিল । কিছু ছবি বিদেশের অনেক জঙ্গলেরও রয়েছে । আমি মানুষের কাছে গুজব না ছড়ানোর অনুরোধ করছি । যারা গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে ।"
উত্তরাখণ্ডের জঙ্গলে আগুন লাগার ছবিগুলি যে মিথ্যা তা আগেই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত । তিনি দাবি করেছিলেন, ওই ছবিগুলি চিলি ও চিনের জঙ্গলের । মুখ্যমন্ত্রী টুইট করেন, "2016 ও 2019-এ জঙ্গলে আগুন লাগার ছবি এবং চিলি ও চিনের জঙ্গলের পুরানো ছবি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রচার হচ্ছে । আমি সকলকে এই প্রচারে বিশ্বাস না করার অনুরোধ করছি । "
-
मुझे यह कहते हुए बड़ा दुःख हो रहा है कि सोशल मीडिया पर कई नामी-गिरामी हस्तियाँ "उत्तराखंड जल रहा है" जैसे एक भ्रामक दुष्प्रचार का हिस्सा बनी हैं. आप सभी से इतनी अपेक्षा है कि अपने नाम का इस तरह से दुरुपयोग न होने दें. https://t.co/UuQLTORMpX
— Trivendra Singh Rawat (@tsrawatbjp) May 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">मुझे यह कहते हुए बड़ा दुःख हो रहा है कि सोशल मीडिया पर कई नामी-गिरामी हस्तियाँ "उत्तराखंड जल रहा है" जैसे एक भ्रामक दुष्प्रचार का हिस्सा बनी हैं. आप सभी से इतनी अपेक्षा है कि अपने नाम का इस तरह से दुरुपयोग न होने दें. https://t.co/UuQLTORMpX
— Trivendra Singh Rawat (@tsrawatbjp) May 27, 2020मुझे यह कहते हुए बड़ा दुःख हो रहा है कि सोशल मीडिया पर कई नामी-गिरामी हस्तियाँ "उत्तराखंड जल रहा है" जैसे एक भ्रामक दुष्प्रचार का हिस्सा बनी हैं. आप सभी से इतनी अपेक्षा है कि अपने नाम का इस तरह से दुरुपयोग न होने दें. https://t.co/UuQLTORMpX
— Trivendra Singh Rawat (@tsrawatbjp) May 27, 2020