ETV Bharat / bharat

আবেদনে সাড়া অর্থমন্ত্রকের, প্রধানমন্ত্রীর পুরস্কারেও বসছে কর

author img

By

Published : Aug 18, 2019, 9:59 PM IST

আয়করের ক্ষেত্রে নিজেকেও ছাড় দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দিল্লি, 18 অগাস্ট : আয়করের ক্ষেত্রে নিজেকেও ছাড় দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । চলতি বছর সিওল শান্তি পুরস্কারে ভূষিত হন তিনি । পুরস্কার মূল্য হিসেবে 1.30 কোটি টাকা পান । 6 মার্চ আয়কর বিভাগ আয়কর আইনের ধারা 10 (17A)(i) অনুযায়ী ওই অর্থমূল্যতে করছাড়ের সিদ্ধান্ত নেয় । যার বিরুদ্ধে গিয়ে 11 অগাস্ট অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লেখেন প্রধানমন্ত্রী । অনুরোধ করেন, এই অর্থেও যেন আয়কর বসানো হয় । সেই অনুরোধ মেনেই এবার তাঁর পুরস্কার মূল্য আয়কর বসাতে চলেছে অর্থমন্ত্রক ।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ায় সিওল শান্তি পুরস্কার (2018)-এ ভূষিত হন প্রধানমন্ত্রী । 1.3 কোটি টাকা পুরস্কার মূল্য পান । যাতে কর নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেয় আয়কর বিভাগ । বিষয়টি জানতে পেরে তিনি নির্মলা সীতারমনকে চিঠি পাঠান । লেখেন, "আমি শুনেছি আমার পুরস্কারে কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে আয়কর বিভাগ । এতদিন নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় চিঠি লিখতে দেরি হল । আমি অনুরোধ করছি বাকি করদাতাদের মতো আমার এই পুরস্কার মূল্যকেও করের অধীনে আনা হোক । ফলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা তুলে নিলে ভালো হয় ।"

চিঠিটি পাওয়ার পর আয়কর বিভাগ তাঁদের সিদ্ধান্ত বদল করে এবং প্রধানমন্ত্রীর পুরস্কারেও আয়কর বসে ।

দিল্লি, 18 অগাস্ট : আয়করের ক্ষেত্রে নিজেকেও ছাড় দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । চলতি বছর সিওল শান্তি পুরস্কারে ভূষিত হন তিনি । পুরস্কার মূল্য হিসেবে 1.30 কোটি টাকা পান । 6 মার্চ আয়কর বিভাগ আয়কর আইনের ধারা 10 (17A)(i) অনুযায়ী ওই অর্থমূল্যতে করছাড়ের সিদ্ধান্ত নেয় । যার বিরুদ্ধে গিয়ে 11 অগাস্ট অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লেখেন প্রধানমন্ত্রী । অনুরোধ করেন, এই অর্থেও যেন আয়কর বসানো হয় । সেই অনুরোধ মেনেই এবার তাঁর পুরস্কার মূল্য আয়কর বসাতে চলেছে অর্থমন্ত্রক ।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ায় সিওল শান্তি পুরস্কার (2018)-এ ভূষিত হন প্রধানমন্ত্রী । 1.3 কোটি টাকা পুরস্কার মূল্য পান । যাতে কর নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেয় আয়কর বিভাগ । বিষয়টি জানতে পেরে তিনি নির্মলা সীতারমনকে চিঠি পাঠান । লেখেন, "আমি শুনেছি আমার পুরস্কারে কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে আয়কর বিভাগ । এতদিন নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় চিঠি লিখতে দেরি হল । আমি অনুরোধ করছি বাকি করদাতাদের মতো আমার এই পুরস্কার মূল্যকেও করের অধীনে আনা হোক । ফলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা তুলে নিলে ভালো হয় ।"

চিঠিটি পাওয়ার পর আয়কর বিভাগ তাঁদের সিদ্ধান্ত বদল করে এবং প্রধানমন্ত্রীর পুরস্কারেও আয়কর বসে ।

Thimphu (Bhutan), Aug 18 (ANI): Prime Minister Narendra Modi arrived at Tashichhoedzong Palace in Thimphu on August 18. He attended a cultural programme. Prime Minister of Bhutan Lotay Tshering was also present at the event. PM Modi is on a two-day visit to Bhutan.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.